সর্বশেষ :
গোয়াইনঘাটে ছাত্রদল নেতা লিটনের ফাঁসির রায় বাতিল ও মুক্তির দাবিতে মানববন্ধন ফ্যাসিবাদের পুনর্বাসনকারীদের ‘শহিদ ওয়াসিম ব্রিগেড’ রুখে দিবে: ব্যারিস্টার আবু সায়েম ট্রান্সশিপমেন্ট বাতিলের বিষয় স্পষ্ট করল ভারত বিশ্বনাথে সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচার, ৩ দিনের আল্টিমেটাল প্রদান ইতালিতে চাকরির লোভ দেখিয়ে নবীগঞ্জের ১০ যুবককে জাল ভিসা কুশিয়ারার বালু ব্যবসায়ীর প্রতারণার ফাঁদ! আদালতে মামলা তাহিরপুরে চোরাই মোটরসাইকেল বিক্রি ও মাদক ব্যবসায়ী চক্রের সাথে জড়িত পুলিশ সদস্য ইকবাল শাল্লায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে বিজয়ী ৪ কৃতি শিক্ষার্থী বিশ্বনাথে অপহরণ করে কিশোরীকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার সুনামগঞ্জ সদরে রাস্তা নির্মাণের কাজ দীর্ঘদিন বন্ধ, দুর্ভোগে চরমে
হাসিনার আমলে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বিএনপি : ইলিয়াসপত্নী লুনা

হাসিনার আমলে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বিএনপি : ইলিয়াসপত্নী লুনা

ওসমানীনগর প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, আগামী জাতীয় নির্বাচনকে বিলম্বিত করার জন্য বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় থেকে ষড়যন্ত্র করছে।কেউ কেউ জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করার দাবি জানিয়েছেন। আবার নতুন করে যারা দল গঠন করেছেন তারা বলছেন শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত এদেশে কোন নির্বাচন হবে না। আমরা তাদেরকে বলতে চাই ১৭ বছর ধরে বিএনপি নির্বাচনের দাবি করে আসছে। এটা নতুন কোন দাবি নয়। হাসিনার আমলে নির্বাচনের জন্য সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বিএনপি। সুতরাং হাসিনার বিচার আমরাও চাই। হাসিনাকে বিচারে আওতায় আনতে হবে সেটা আমাদেরও দাবি। কিন্তু সেটা একটি জাতীয় নির্বাচনের জন্য বাধা হতে পারে না। বৃহস্পতিবার বিকেলে সিলেটের ওসমানীনগরের দয়ামীর ইউনিয়নের সাঈদ খানঁ কমিউনিটি সেন্টারে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লুনা বলেন,অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আমরা একটি ক্লান্তিকাল অতিক্রম করছি। বর্তমান সরকার তারা সময় নিয়েছিল প্রয়োজনীয় সংস্কার করে এদেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে একটি সুষ্ঠ নির্বাচনের পরিবেশ করা। কিন্তুু ছয় মাস অতিক্রম হয়ে গেছে এখন পর্যন্ত আমরা তেমন কোনো সংস্কার দেখতে পাইনি। আমাদের দাবি একটু সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। একটি গণতান্ত্রিক সরকারি পারে সমস্ত প্রশাসনকে ঢেলে সাজাতে এবং প্রশাসনের শৃঙ্খলা ফিরিয়ে আনতে।

দয়ামীর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মোঃ সুজন আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ হেলা আহমদের পরিচালনায় বক্তব্য দেন ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি দয়ামীর ইউপি চেয়ারম্যান এসটিএম ফখর উদ্দিন,সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, বিএনপি নেতা আব্দুর রব,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, উপজেলা যুবদলের আহবায়ক ফজল আহমদ জনি।

এসময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মাহফিলের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মাহমুদুর রহমান। এ সময় সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে সুস্থ ও অক্ষত অবস্থায় ফেরত চেয়ে দোয়া পরিচালনা করেন মাওলানা হাফিজুর রহমান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff