একুশে সিলেট ডেস্ক
সিলেটে মানবাধিকার ও পরিবেশ গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
সিলেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ মার্চ) সকাল দশটায় নগরীর পিটিআই মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, চলতি মাসেই ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা বিশেষ মামলাগুলোর তদন্ত প্রতিবেদনগুলো আদালতে দাখিল করা হবে এবং এক-দেড় মাসের মধ্যে বিচার কাজ শুরু হবে।শেখ হাসিনাকে ইন্টারপোলর মাধ্যে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে, তা না হলে প্রত্যর্পন আইনের মাধ্যমে সরকার চেষ্টা করবে।
দিনব্যাপী এ কর্মশালায় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান, বিচার বিভাগ ও সিলেট বিভাগের পুলিশ এবং প্রশাসনের মাঠ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply