বিয়ানীবাজার প্রতিনিধি
বিয়ানীবাজারের পূর্ব মুড়িয়ায় ৮ম আষ্টঘরী প্রিমিয়ার লিগের পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে আষ্টঘরী ক্রিকেট মাঠে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিয়ানীবাজার-গোলাপগঞ্জ ফোরামের চেয়ারম্যান ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী সেলিম উদ্দিন সহ অতিথিবৃন্দ।
মুড়িয়া ইউপি সদস্য বদরুল ইসলামের সভাপতিত্বে ও সমাজকর্মী এবাদুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ফয়জুল ইসলাম, এসিস্ট্যান্ট সেক্রেটারি মো. আব্দুল হামিদ, তরুণ কথাসাহিত্যিক ও সাংবাদিক আহমদ রেজা চৌধুরী, সাবেক ক্রিকেটের ও ফ্রান্স প্রবাসী মাহমুদ আহমদ সহ আরো অনেকে।
ফাইনাল খেলায় আষ্টঘরী কিংসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় প্রতিভাবান ক্রিকেটার মো. কামরুলের ব্যাটিং নৈপুণ্যে তার দল লিজেন্ড অফ আষ্টঘরী।
Leave a Reply