বড়লেখায় প্রটেক্ট আওয়ার সিস্টার্সের ৩ সদস্য গ্রেফতার

বড়লেখায় প্রটেক্ট আওয়ার সিস্টার্সের ৩ সদস্য গ্রেফতার

বড়লেখা প্রতিনিধি
বড়লেখায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট, টেস্টি ট্রিট নামক ফাস্ট ফুডের দোকান ভাংচুর, দুই হিন্দু তরুণ ও দুই মুসলিম তরুণীর উপর হামলার অভিযোগে বুধবার রাতে পুলিশ কথিত সংগঠন ‘প্রটেক্ট আওয়ার সিস্টার্স’-এর ৩ সদস্যকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে পুলিশ তাদেরকে কারাগারে পাঠিয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার মুছেগুলের আহমদ মোস্তফা তোফায়েল (১৯), দোহালিয়ার মো. শফিকুল ইসলাম আদিল (৩০) ও বড়থল গ্রামের নাইম আহমদ।

এব্যাপারে জানতে থানার ওসি আবুল কাশেম সরকারের সাথে বারবার যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ করেননি। মামলার তদন্ত কর্মকর্তা এসআই দেবল দাসের সাথে বিকেলে যোগাযোগ করা হলে বলেন তিনি বিছানায় ঘুমাচ্ছেন, পরে যোগাযোগ করার জন্য বলেন। বড়লেখায় চাঞ্চল্যকর এমন একটি ঘটনার তথ্য দিতে পুলিশের এমন গড়িমসি ও দায়িত্বহীনতায় গণমাধ্যম কর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। অনেকেই বলেন, পুলিশের অসহযোগিতার কারণে অনেক সময় প্রকাশিত সংবাদে নানা তথ্য বিভ্রাট ঘটে।

প্রত্যক্ষদর্শী ও বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সূত্রে জানা গেছে, বুধবার রাত দশটার দিকে জনৈক বিলাস দাস ও প্রশান্ত পাল নামক দুই হিন্দু যুবক তাদের পরিচিত দুই মুসলিম তরুণীকে নিয়ে বড়লেখা পৌরশহরের টেস্টি ট্রিট ফাস্ট ফুডের দোকানে যায়। সেখানে তারা নিরিবিলি গল্পগোজব ও নাস্তা করছিল। এসময় প্রটেক্ট আওয়ার সিস্টার্স নামক একটি কথিত সংগঠনের সদস্য পরিচয়ে ৩/৪ জন যুবক সেখানে গিয়ে হিন্দু দুই যুবককে ইসকন সদস্য দাবি করে এবং অভিযোগ তোলে তারা মুসলিম মেয়েদেরকে বিভিন্ন প্রলোভনে অসামাজিকতায় উদ্বুদ্ধ ও নৈতিক অধঃপতনের দিকে নিচ্ছে। পরে কথিত সংগঠনের আরো কয়েকজন সদস্য জড়ো হয়ে নানা আপত্তিকর মন্তব্য ও ভিডিও ধারণ ও তরুণ-তরুণীদের টানা-হেছড়া করে আটক এবং ফাস্ট ফুডের দোকানে ভাংচুর চালায়।

ঘটনাটির খবর পেয়ে তাৎক্ষনিক থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ভিকটিমদের উদ্ধার এবং অভিযুক্ত কথিত সংগঠনের তিন সদস্যকে আটক করে থানায় নিয়ে যায়।

মৌলভীবাজার জেলা পুলিশ সুপার এমকেএইচ, জাহাঙ্গীর হোসেন পিপিএম বার-সেবা বলেন, ‘একদল লোক পরিকল্পিতভাবে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা চালিয়েছিল। মৌলভীবাজার জেলা পুলিশ এই বিষয়ে অত্যন্ত সজাগ। ঘটনায় জড়িত ৩ যুবককে তাৎক্ষণিক গ্রেফতার করা হয়। এব্যাপারে থানায় মামলা হয়েছে।

বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পুলিশের জি.আরও এসআই রফিক উদ্দিন জানান, তরুণ-তরুণীদের উপর হামলা ও দোকান ভাংচুরের ঘটনায় গ্রেফতার ৩ যুবককে বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff