স্টাফ রিপোর্টার
সিলেটের জকিগঞ্জে অভিযান চালিয়ে সাবেক ইউপি সদস্যসহ দুই ভাইকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার উত্তরকুল এলাকার নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। এসময় বাড়ির একটি কক্ষ থেকে ৫০ হাজার ইয়াবা জব্দ করা হয়।
আটককৃতরা হলেন বারঠাকুরী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য উত্তরকুল গ্রামের মৃত নছির আলীর ছেলে আবদুল মুকিত (৫৫) ও তার ছোট ভাই মো. আবদুল কাদির (৪৮)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, বুধবার রাতে আটকৃতদের নিকট ইয়াবা বড়ির বড় চালান এসেছে এমন তথ্য পান অধিদপ্তরের গোয়েন্দা কর্মকর্তারা। এসব তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেটের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক পলাশ পালের নেতৃত্বে বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে তাদের বাড়িতে প্রবেশ করে অভিযান শুরু করেন গোয়েন্দা দল। এসময় আব্দুল কাদির ও তার ভাই আব্দুল মুকিত বাড়িতে অবস্থান করছিলেন। এক পর্যায়ে আবদুল মুকিতের লুঙ্গিতে মুড়িয়ে রাখা অবস্থায় ৪০০ পিস ইয়াবা বড়ি পায় অভিযানকারী দল। এসময় দুই ভাইকে আটক করে গোয়েন্দা দল। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির ছাদে তালাবদ্ধ একটি কক্ষে ব্যাগের ভেতরে রাখা আরও ৪৯ হাজার ৬০০টি ইয়াবা বাড়ি জব্দ করা হয়। এসময় একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেটের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের পরিদর্শক আবু রেজা মেহেদী হাসান, উপপরিদর্শক মামুনার রশীদ, সহকারী উপপরিদর্শক মুস্তফা কামাল, এনামুল হক খান, সিপাহী প্লাবন দাশ, দিজেন্দ্র দাশ, সোহেল মিয়া ও এহসানুল হক উপস্থিত ছিলেন।
Leave a Reply