একুশে সিলেট ডেস্ক
জাতীয় নেতা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব বীর মুক্তিযোদ্ধা হারিছ চৌধুরীর স্মৃতি রক্ষার্থে ও আত্মমানবতার কল্যাণের কাজ করার লক্ষে গঠিত হয়েছে ‘হারিছ চৌধুরী ফাউন্ডেশন’। এ সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য হলে অসহায় ও দুঃস্থদের পাশে দাঁড়ানে। এরই ধারাবাহিকতায় বহিবিশ্বে এই সংগঠনকে ছড়িয়ে দিতে সম্প্রতি কাতারে ‘হারিছ চৌধুরী ফাউন্ডেশন’ যাত্রা শুরু হয়েছে। সর্বসম্মতিক্রমে কাতার শাখার সভাপতি নির্বাচিত হন হাসান আহমদ। তবে কাতারে ‘হারিছ চৌধুরী ফাউন্ডেশন’ কার্যক্রম বন্ধ করতে বিভিন্ন মাধ্যমে বেনামি হুমিক পাচ্ছেন হাসান আহমদ। ফাউন্ডেশনের সাংগঠনিক কার্যক্রম থেকে হাসান বিরত না থাকলে থাকে হত্যা করা হতে পারে বলেও অভিযোগ উঠেছে। তবে এমন ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে সিলেটজুড়ে।
নবগঠিত হারিছ চৌধুরী ফাউন্ডেশনের কাতার শাখার সভাপতি হাসান আহমদকে হুমকি প্রদানের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তাঁর অনুসারীরা। তারা এরকম কর্মকান্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, রাজনীতিতে ভিন্ন মত, ভিন্ন পথ থাকতে পারে এজন্য ‘গুপ্ত হুমকি’ কাম্য নয়। দেশের বিভিন্ন স্থানে বিএনপির সাবেক নেতা হারিছ চৌধুরী ফাউন্ডেশন মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। অনেকরেই এ ধরনের সমাজসেবামূলক কর্মকাণ্ড পছন্দ হচ্ছে না। আমরা এসব গুপ্ত রাজনীতিবিদদের আহ্বান জানাবো রাজনীতিতে সুস্থ প্রতিযোগিতা করুন। বিএনপির একজন জাতীয় নেতাকে বর্হিবিশ্বে তুলে ধরতে কাজ করছে তার ভক্ত, সমর্থকরা। এজন্য হুমকি দেবেন কেন? আপনারাও ভালো কাজ করুন।
এদিকে ২০ ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার কাতারে একটি অভিজাত রেষ্টুরেন্টে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব মরহুম হারিছ চৌধুরী স্মৃতি রক্ষার্থে মানবতাসেবার লক্ষে ‘হারিছ চৌধুরী ফাউন্ডেশন’র কাতার শাখার যাত্রা শুরু করে। এতে সবার সর্বসম্মতিক্রমে হাসান আহমদকে হারিছ চৌধুরী ফাউন্ডেশন’র কাতার শাখার সভাপতি হিসেবে নির্বাচন করা হয়।
এ বিষয়ে হারিছ চৌধুরী ফাউন্ডেশনের কাতার শাখার সভাপতি হাসান আহমদ বলেন, মরহুম হারিছ চৌধুরী বাংলাদেশের সম্পদ। তিনি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ছিলেন। তিনি বিশ্বের দরবারে বাংলাদেশকে পরিচয় করিয়ে দিয়েছেন। আমার এলাকার সন্তান হিসেবে আমাদের গর্ব হারিছ চৌধুরীকে নিয়ে বিশ্বে গর্ববোধ করি । তারই ধারাবাহিকতায় আমরা কাতারে যারা প্রবাসী রয়েছি তাদেরকে নিয়ে মরহুম হারিছ চৌধুরী স্মরণে ও তাঁর স্মৃতি রক্ষার্থে মানবতার সেবার উদ্দেশ্য নিয়ে মরহুম হারিছ চৌধুরী ফাউন্ডেশন’র কাতার শাখার কমিটি গঠন করি। কাতার কমিটি গঠন করার পর একটি মহল আমাদের এই কাজ বন্ধ করতে উঠে পড়ে লেগেছে এবং হুমকি প্রদর্শন করছে।
Leave a Reply