বালাগঞ্জ প্রতিনিধি
বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের জামালপুর গ্রামের কৃতি সন্তান, ওসমানীনগরের তাজপুর দীঘরগয়াশপুর নিবাসী, কুয়েত প্রবাসী সমাজসেবী মোহাম্মদ হেলাল উদ্দিনের পিতা, শতবর্ষী প্রবীণ মুরব্বি মোহাম্মদ রইছ উল্লাহ’র দাফন সম্পন্ন হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ২ঘটিকায় জামালপুর হযরত শাহ্ জামাল (রহ.) দারুসুন্নাহ নুরিয়া ইসলামিয়া মাদরাসা প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, আত্মীয়-স্বজন এবং এলাকার সর্বস্তরের মুসল্লিগণ উপস্থিত হয়ে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। নামাজে জানাজা শেষে মরহুমের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
তিনি শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১:৩০ মিনিটে জামালপুর গ্রামেস্থ নিজবাড়িতে বার্ধক্যজনিত কারণে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মোহাম্মদ রইছ উল্লাহ শতবর্ষ পেরিয়ে এক বর্ণাঢ্য জীবন পার করেছেন। মানবিক গুণাবলির জন্য তিনি এলাকায় একজন সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তিনি ছিলেন সহজ সরল ও পরিশ্রমী এক ব্যক্তি।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে, ৫ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
Leave a Reply