শীতার্ত মানুষের মাঝে আইএফআইসি ব্যাংক’র কম্বল বিতরণ

শীতার্ত মানুষের মাঝে আইএফআইসি ব্যাংক’র কম্বল বিতরণ

ওসমানীনগর প্রতিনিধি
সিলেটের ওসমানীনগরে আই এফ আই সি ব্যাংক পিএলসি গোয়ালাবাজার ব্রাঞ্চের পক্ষ থেকে গরীব-অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার উপজেলার বানিজ্যিক প্রাণকেন্দ্রের গোয়ালাবাজার এফ আই সি ব্যাংক পিএলসি ব্রাঞ্চের কার্যালয়ে প্রায় ৩’ শতাধিক শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

আই এফ আই সি ব্যাংক পিএলসি গোয়ালাবাজার ব্রাঞ্চের ব্যবস্থাপক মোঃ শামসুর রহমানের সভাপতিত্বে ও অফিসার, মার্কেটিং এন্ড সেলস্ মোঃ ফয়সাল আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে আগত অতিথিগন আইএফআইসি ব্যাংকের এ ধরনের মানবিক কাজের প্রশংসা করে বলেন, আইএফআইসি ব্যাংক প্রতি বছরই বিভিন্ন ধরনের মানবিক কাজ করে থাকে। এর মধ্যে নারী দিবস পালন, গ্রীষ্মকালে মৌসুমি ফলের সমন্বয়ে মধুমাস উৎসব পালন, শীতকালে প্রতিবেশীদের নিয়ে পিঠাপুলি খাওয়ার উৎসব ও কম্বল বিতরণ এবং রমজানে ইফতারির আয়োজনসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। আগামীতেও ব্যাংকের পক্ষ থেকে এ ধরনের মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে বলে আশা করছি।

এসময় বক্তব্য দেন,আই এফ আই সি ব্যাংক পিএলসি গোয়ালাবাজার ব্রাঞ্চের অফিসার লোন পারফর্মেন্স ম্যানেজমেন্ট মাহবুব আলম,বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রকিব আহমদ,মোঃ নাজির আহমদ,রুহুল আমিনসহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff