এনামুল হক এনাম ( জকিগঞ্জ প্রতিনিধি )
রবিবার রাত অনুমান বারোটার সময় জকিগঞ্জের কালীগঞ্জ বাজারের নিকট থেকে ১৩ বস্তা চিনি, একটি অটো রিক্সাসহ ২ জনকে আটক করেছে জকিগঞ্জ থানা পুলিশ।
জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না জানিয়েছেন, এসআই মহরম আলীর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ ব্যাপারে মামলা হয়েছে।
চোরাচালান মামলায় কানাইঘাটের জয়পদ গ্রামের ফারুক আহমদের ছেলে আবুল হোসেন সুমন (২১)সহ ২ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে। উদ্ধারকৃত ১৩ বস্তা (৬৩৭ কেজি) ভারতীয় চিনির মূল্য অনুমান ৮২,৮১০ টাকা, অটো রিক্সার মূল্য ১৩০০০০ টাক।
Leave a Reply