৫০ বছর পর সিরিয়ায় ঢুকল ইসরায়েলের সেনা

৫০ বছর পর সিরিয়ায় ঢুকল ইসরায়েলের সেনা

আন্তজার্তিক ডেস্ক
বিদ্রোহীদের দ্বারা সিরিয়ার সাবেক নেতা বাশার আল-আসাদের পতনের পর গতকাল রোববার গোলান মালভূমিতে প্রবেশ করেছে ইসরায়েলি বাহিনী। এটি দক্ষিণ-পশ্চিম সিরিয়ার একটি অঞ্চল। বলা হয়ে থাকে, ১৯৬০-এর দশক থেকে এই অঞ্চলে নজর দিয়ে আসছিল ইসরায়েল। রোববার ইসরাইলি গণমাধ্যম টাইমস অব ইসরাইল এই খবর জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ইসরাইলি বাহিনী গোলান মালভূমির সিরিয়া-ইসরাইল সীমান্তে তাদের সেনা উপস্থিতি বাড়িয়েছে। এ পদক্ষেপ সিরিয়ায় অস্থিতিশীলতা সৃষ্টি করবে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইসরাইলের সেনারা জানিয়েছে, তারা গোলান মালভূমি এবং সীমান্তের আশপাশের অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে সেনা পাঠিয়েছে। তবে গোলান মালভূমি অঞ্চলের স্থানীয় বাসিন্দাদের জন্য নতুন কোনো নিয়মাবলি চালু করা হয়নি।

বাফার জোনে ইসরাইলি ট্যাংকের এই অবস্থানের মধ্য দিয়ে ১৯৭৩ সালের আরব-ইসরাইল যুদ্ধের প্রায় ৫০ বছর পর সীমান্ত অতিক্রম করে সিরিয়ায় প্রবেশ করল ইসরাইলি বাহিনী।

এদিকে সিরিয়ায় বিদ্রোহীদের দখলে চলে যাওয়ার পর ইসরাইলি বাহিনী দামেস্কের কাছে রাসায়নিক অস্ত্রের গুদাম এবং অন্যান্য সামরিক স্থাপনাগুলোতে আকাশ থেকে বোমা হামলা চালিয়েছে। কারখানাটি আসাদ সরকারের নিয়ন্ত্রণে ছিল। আসাদ সরকারের পতন ঘটানো বিদ্রোহীরা কারখানাটি দখল নেবে এই অজুহাতে ইসরাইলি বাহিনী সেখানে হামলা চালায়।

শুধু তাই নয় ইসরাইলি বাহিনী বলেছে, স্থানীয় সমস্যা ইসরাইলের দিকে যাওয়া ঠেকাতে তারা এই পদক্ষেপ নিয়েছে। ইসরাইলের সামরিক বাহিনী (আইডিএফ) আরও উল্লেখ করেছে, তারা সিরিয়ার অভ্যন্তরীণ কোনো ঘটনায় জড়াবে না।

ইসরাইলি সেনারা একই সঙ্গে লেবানন সীমান্তের কাছে থাকা হিজবুল্লাহর একটি কনভয়ে আক্রমণ করেছে। যেগুলো সিরিয়া থেকে পালিয়ে লেবাননে যাচ্ছিল। এই কনভয়ে অন্তত ১৫০টি ট্যাংক ও সামরিক গাড়ি ছিল। ইসরাইলের সামরিক কার্যক্রমের মাধ্যমে সিরিয়ার অভ্যন্তরে আরও সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিদ্রোহীদের সঙ্গে ইসরাইলের সরাসরি সংঘর্ষ হলে এটি আরও জটিল আকার ধারণ করতে পারে।

উল্লেখ্য, ইসরাইল ১৯৬৭ সালে সিরিয়ার গোলান মালভূমির অধিকাংশ অংশ দখল করে। ১৯৮১ সালে সেটির পুরোটাই তারা নিয়ন্ত্রণে নেয়। ১৯৭৪ সালের পর এটি প্রথমবারের মতো ইসরাইলি বাহিনী ইসরাইল এবং সিরিয়ার মধ্যে বাফার জোনে অবস্থান নিয়েছে। আইডিএফ অতীতেও বেশ কয়েকবার সংক্ষিপ্তভাবে বাফার জোনে প্রবেশ করে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff