প্রতিবিপ্লব নতুন কিছু নয়!
বিপ্লবের ছায়াতেই বসবাস! সব দিকে বিশৃঙ্খলা! পরাজিত শক্তি আর উচ্ছিষ্ট খোর’রা মিলে মিশে একাকার।
যারা জীবন দিয়েছে ,পঙ্গু হয়েছে চিরতরে ,যাদের রক্তের নহরে পবিত্র হয়েছে মাটি তাদের ত্যাগ মলিন হবে এতো তাড়াতাড়ি ?
দিগন্তে প্রতিবিপ্লব উঁকি দিচ্ছে। যারা মহারণে ছিল না ,তারা ‘মুখে মৃদু হাসি অহিংস বুদ্ধের ভূমিকা’ নিয়ে তীর্থ স্নানে যাবে !
তবে প্রলয় তো সবার জন্য আসে। কঠিন প্রতিজ্ঞার বিপ্লবী , তালপাতার সেপাই , উচ্ছিষ্টভোগী প্রজাতি কিংবা সফেদ পোশাকের তেলতেলে দ্বিপদ , কেউ ই রেহাই পাবে না।
আছে তো প্রস্তুতি ?
বিপ্লব দীর্ঘজীবী হোক।
লেখক,কলামিস্ট, আইনজীবী
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান
Leave a Reply