বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বেগম খালেদা জিয়া।
গাংকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি হারুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা–জুড়ী নির্বাচনী এলাকা (আসন-১) থেকে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব নাসির উদ্দীন আহমেদ মিঠু।
বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন— বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরু,বড়লেখা প্রেস ক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম, দক্ষিণভাগ ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফয়জুর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব ইকবাল হোসেন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ছায়দুল হক প্রমুখ।
এছাড়াও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় বিপুল সংখ্যক মানুষ দোয়া মাহফিলে অংশ নেন।
দোয়া মাহফিলের শুরুতে ৯নং ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এমরান মাহমুদ পবিত্র কোরআন তেলাওয়াত করেন। পরে ছাত্রদল নেতৃবৃন্দ প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
দোয়া মাহফিলের সঞ্চালনা করেন ৯নং ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান সায়েম। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক হাফিজ খলিলুর রহমান শাহীন।
Leave a Reply