গোলাপগঞ্জ প্রতিনিধি
নিউইয়র্ক মহানগর বিএনপির (উত্তর) যুক্তরাষ্ট্রের নির্বাচিত সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী বলেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আবারও ঘুরে দাঁড়াবে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে নিউইয়র্ক মহানগর বিএনপির (উত্তর) যুক্তরাষ্ট্রের নির্বাচিত সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরীর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা ও আলোচনাসভায় সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আজকে কেউ কেউ বৈষম্যবিরোধী আন্দোলনকে নিজেদের আন্দোলনের ফসল বলে দাবি করেছেন। বিএনপির এক দফা আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে। যার নেতৃত্ব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সঠিক নেতৃত্বে বাংলাদেশ আবারও ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, তারেক রহমান তার সঠিক নেতৃত্বের প্রমাণ দিয়েছেন জুলাই আন্দোলনে। রাষ্ট্র পুনর্গঠনে তিনি ৩১ দফা রূপরেখা ঘোষণা করেছেন। বিএনপি ক্ষমতায় গেলে সবাইকে সঙ্গে নিয়ে সেই ৩১ দফার আলোকে রাষ্ট্র সংস্কার করা হবে।
গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি মশিউর রহমান মহি, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মহিসুন্না চৌধুরী নারগীস, গোলাপগঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি নুরান চৌধুরী, পৌর যুবদলের আহ্বায়ক এনাম আহমদ এনাম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক বাদল আহমেদ, উপজেলা যুবদল নেতা শাহজাহান আহমদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তানজিম আহমদ, সাবেক পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক সুফিয়ান আহমদ খান, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি জুবেল আহমদ, যুগ্ম আহ্বায়ক উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খোকন আহমদ, দিদার, শাহান, ফাহিম, পাপন প্রমুখ।
Leave a Reply