শততম ম্যাচে ১০৩ বলে বিশ্বরেকর্ড গড়া ডাবল সেঞ্চুরি

শততম ম্যাচে ১০৩ বলে বিশ্বরেকর্ড গড়া ডাবল সেঞ্চুরি

একুশে সিলেট স্পোটর্স
ক্যারিয়ারের শততম লিস্ট ‘এ’ ম্যাচ খেলতে নেমেছিলেন নিউজিল্যান্ডের চ্যাড বোয়েস। শততম ম্যাচটি তিনি স্মরণীয় করে রাখলেন বিধ্বংসী ব্যাটিংয়ে ডাবল সেঞ্চুরি করে। নিউজিল্যান্ডের এই ব্যাটসম্যান লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়েছেন।

বুধবার নিউজিল্যান্ডের ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট ফোর্ড ট্রফিতে ক্যান্টারবুরির হয়ে ক্রাইস্টচার্চে ওটাগোর বিপক্ষে এই কীর্তি গড়েন বোয়েস। ডাবল সেঞ্চুরি করতে তার লেগেছে ১০৩ বল। তার ১১০ বলে ২০৫ রানের বিধ্বংসী ইনিংসে ছিল ২৭টি চার এবং ৭টি ছক্কার মার।

এর আগে ৫০ ওভারের স্বীকৃত ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির যৌথ রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ও ভারতের নারায়ন জগদীশানের। দুজনেই ১১৪ বলে ডাবল সেঞ্চুরি করেছিলেন। হেড ২০২১ সালে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে ১২৭ বলে ২৩০ রানের ইনিংস খেলেছিলেন। পরের বছর ১৪১ বলে ২৭৭ রানের ইনিংসের পথে সেই রেকর্ড স্পর্শ করেন জগদীশান।

বিশ্বরেকর্ড গড়ে উচ্ছ্বসিত বোয়েস বলেন, ‘ব্যাপারটা হজম করতে আরও দু-একদিন লাগবে। তবে অবশ্যই আজ হ্যাগলিতে দুর্দান্ত একটা দিন ছিল। এটা বিশেষ কিছু করার ভালো উপলক্ষ। এই ধরণের কিছু সাধারণত সহজাতভাবেই হয়ে যায়। পরিকল্পনা করে বা চেষ্টা করে এসব হয় না। আমি খুশি যে দিনটি আমার ছিল।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff