একুশে সিলেট ডেস্ক
তেলআবিবকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি ইসরাইল পাল্টা হামলা চালায় তাহলে তাদের প্রতিটি স্থাপনাকে টার্গেট করবে তেহরান। ইরানের ওই সামরিক কর্মকর্তা আরও বলেছেন- যদি ইসরাইল তাদের অপরাধ অব্যাহত রাখে এবং আমাদের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে কিছু করতে চায় তাহলে পরবর্তী হামলা মঙ্গলবার রাতের হামলার কয়েকগুণ শক্তিশালী হবে। তেলআবিবের সমস্ত অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারিও দিয়েছে তেহরান। মোহাম্মদ বাঘেরি বলেছেন, ইসরাইলকে মোকাবিলা করতে ইরানের বিপ্লবী রেভ্যুলুশনারি গার্ড কর্পসের সদস্যরা প্রস্তুত রয়েছে। মঙ্গলবার রাতে যে ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরাইলে হামলা করা হয়েছিল তার চেয়েও শক্তিশালী ক্ষেপণাস্ত্র তাক করে ময়দানে প্রস্তুত আছে ইরানের ওই বিশেষ বাহিনী। ইরানের হামলার পর এক নিরাপত্তা বৈঠকে তেহরানকে লক্ষ্য করে কড়া বার্তা দেন বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে তিনি বলেছিলেন, ‘ইরান ওই রাতে একটি বড় ভুল করেছে- এর জন্য তারা মাশুল দেবে।’
ইসরাইলি সেনা নিহত: গাজার দক্ষিণে এক লড়াইয়ে নিহত হয়েছে ইসরাইলের চার সেনাসদস্য। বুধবার এ কথা স্বীকার করেছে ইসরাইল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)। নিহত চার সেনাসদস্য হলো- গিভাতি ব্রিগেডের ডেপুটি কোম্পানি কমান্ডার ক্যাপটেন ডানিয়েল মিমোন তোয়াফ (২৩), ৪০১ আর্মার্ড ব্রিগেডের ৫২তম ব্যাটালিয়নের প্যারামেডিক স্টাফ সার্জেন্ট আগাম নাইম (২০), স্টাফ সার্জেন্ট অমিত বকরি (২১) ও স্টাফ সার্জেন্ট ডোতান শিমোন (২১)। ওদিকে লেবাননের হিজবুল্লাহও দাবি করেছে তারা ইসরাইলি কয়েকজন সেনাকে হত্যা করেছে। কতোজন সে বিষয়ে নিশ্চিত করেনি তারা। লেবানন সীমান্তের কাছে একটি টানেল থেকে হিজবুল্লাহ ইসরাইলি সেনাদের ওপর হামলা চালায়। তাতে বেঁচে যাওয়া একজন অবশ্য বলেছেন, তার ইউনিটের সবাই আহত হয়েছেন। তবে তারা সরে যেতে সক্ষম হয়েছেন। ইসরাইলি সেনাদেরকে লেবাননের ওদাইসিয়ে শহরের কাছে অ্যাম্বুস বা ঘেরাও করে এই হামলা চালানো হয়।
ইসরাইলি দূতাবাসে হামলা: লেবাননে স্থল আগ্রাসন শুরুর পর কোপেনহেগেন ও স্টকহোমে ইসরাইলি দূতাবাসে হামলা হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় প্রায় ৬টার দিকে স্টকহোমে ইসরাইলি দূতাবাসে কমপক্ষে এক রাউন্ড গুলি করা হয়েছে। এর প্রায় ৯ ঘণ্টা পর ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে দু’টি বিস্ফোরণ হয়েছে। তবে কোনো ঘটনায় কেউ আহত হননি। সন্দেহভাজনদের এবং কী উদ্দেশ্যে এই হামলা হয়েছে তা জানার চেষ্টা করছে দুটি দেশই।
নাগরিকদের সরিয়ে নিচ্ছে চীন ও দক্ষিণ কোরিয়া: পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে। তাই লেবানন থেকে নিজেদের নাগরিকদের সরিয়ে নেয়া শুরু করছে চীন ও দক্ষিণ কোরিয়া। বুধবার চীন বলেছে, লেবানন থেকে তারা কমপক্ষে ২০০ নাগরিককে সরিয়ে নিয়েছে। দক্ষিণ কোরিয়া অবিলম্বে ইসরাইল ও লেবানন সহ মধ্যপ্রাচ্যের অন্য অংশ থেকে তাদের নাগরিকদের উদ্ধারে সামরিক বিমান ব্যবহারের নির্দেশ দিয়েছে। অন্যদিকে নাগরিকদের অবিলম্বে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে বৃটেন।
Leave a Reply