কুলাউড়া প্রতিনিধি
কুলাউড়ায় ৫টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পুরাতন ৫টি ভবন এখন ছাত্র-ছাত্রীদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। এসব স্কুলে নতুন ভবন নির্মিত হওয়ায় পুরাতন ভবনগুলো এখন আর ব্যবহৃত হচ্ছে না। কৃর্তপক্ষ সেই পুরাতন ভবনগুলো ভেঙ্গে না নেওয়ায় অত্যন্ত ঝুৃঁকিপূর্ণভাবে স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা ভবনের পাশ দিয়ে যাতায়াত করতে হচ্ছে। এসব পুরাতন ভবনগুলো এখনো দাঁড়িয়ে থাকায় এক দিকে যেমন বাচ্চাদের খেলার মাঠ প্রশস্ত হচ্ছে না তেমনি যেকোন সময় ভেঙ্গে পড়ার ঝুকি রয়েছে।
সরেজমিন দেখা যায়, উপজেলার কাদিপুর ইউনিয়নের গুপ্তগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়, হাজীপুর ইউনিয়নের আলীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, পৃথিমপাশা ইউনিয়নের সদপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়, জয়চন্ডী ইউনিয়নের অর্জুর কুর্মী এবং মীরশংকর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে ৫টি পুরাতন ভবন এখনো ঝুকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। এসব স্কুলে একসময় ছাত্র-ছাত্রীদের নিয়মিত পাঠদান চলতো কিন্তু সেগুলো ঝুঁকিপূর্ণ হয়ে উঠায় চাহিদা অনুযায়ী স্কুলগুলোতে নতুন ৫টি ভবন নির্মান করা হয়। কিন্তু পুরাতন ভবনগুলো এখনো ভাঙ্গা না হওয়ায় সেগুলো অত্যন্ত ঝুঁকিতে রয়েছে।
এসব স্কুলে ছাত্র-ছাত্রীরা জানান, পুরাতন ভবনগুলো এখনো বহাল থাকায় তারা ভয়ে সেদিকে যেতে পারেন না। এমনকি পুরাতন ভবনের কারনে খেলাধুলা করার জন্য পর্যাপ্ত জায়গাও পাওয়া যাচ্ছে না।
কুলাউড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইফতেখায়ের হোসেন ভূঁঞা জানান, ঝুঁকিপূর্ণ ভবনগুলো নিলামে বিক্রির জন্য আমরা উপজেলা প্রকৌশলী বরাবরে লিখিত দিয়েছি, আশা করছি শীঘ্রই নিলাম করে ৫টি পুরাতন ভবন ভেঙ্গে ফেলা হবে।
Leave a Reply