কমলগঞ্জ প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার অন্যতম পর্যটন কেন্দ্র শমশেরনগর গল্ফ মাঠ। এই মাঠ খুঁড়ে চা গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে বাগান কর্তৃপক্ষ। ফলে চোখের সামনেই দৃষ্টিনন্দন প্রাকৃতিক এই পর্যটন কেন্দ্র বিলীন হচ্ছে। গত বুধবার চা বাগান কর্তৃপক্ষ গল্ফ মাঠ খুঁড়া শুরু করলে স্থানীয়ভাবে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ডানকান ব্রাদার্সের আওতাধীন শমশেরনগর চা বাগান কর্তৃপক্ষ সকাল থেকে জেলার অন্যতম পর্যটন কেন্দ্র শমশেরনগর গল্ফ মাট খুঁড়ে চা গাছ ও রাবার গাছ লাগানোর পরিকল্পনা করছে। ইতিমধ্যে মাঠের একটা অংশ খুঁড়ে ফেলা হয়েছে। এতে করে একদিক পরিবেশ নষ্ট হচ্ছে অন্য দিকে পর্যটন খাতে ব্যাপক ক্ষতির মুখে পড়বে।
স্থানীয়রা বলছেন, চা বাগান কর্তৃপক্ষের এমন সিদ্ধান্ত কোনভাবেই কাম্য নয়। এখানে প্রতিদিন দেশের বিভিন্ন জায়গা থেকে শত-শত পর্যটক আসেন। বাগান কর্তৃপক্ষ কোন অবস্থায় একটি পর্যটন কেন্দ্র নষ্ট করতে পারেনা। দ্রুত সময়ে মাঠ খুঁড়ার কাজ বন্ধ করতে হবে।
নজমুল ইসলাম নামে এক পর্যটক বলেন, বাগান কর্তৃপক্ষ যে কাজ করছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায়না। সুন্দর একটি পর্যটন কেন্দ্র এভাবে নষ্ট করার অধিকার তাদেরকে কে দিয়েছে। এখানে প্রাকৃতিক পরিবেশে দেখতে দেশবিদেশ থেকে পর্যটকেরা আসেন।
বিষয়টি জানার জন্য শমশেরনগর চা বাগানের ব্যবস্থাপক মো. জাকির হোসেনের একাধিকবার যোগাযোগ করা হলেও ফোন রিসিভ করেননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক চা বাগানের একজন স্টাফ জানান, এখানে বিপুল পরিমাণে দর্শনার্থী আসার কারনে ঝামেলা সৃষ্টি হয়। স্থানীয় চা শ্রমিকরাও অতিষ্ঠ। যেকারনে এটি খুঁড়া হচ্ছে।
মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, বিষয়টি নিয়ে বাগান কর্তৃপক্ষের সাথে আলোচনা করব। এই জায়গাটা কার দখলে সেটা দেখতে হবে। প্রতিনিয়ত ঝামেলার কারণে হয়তো এই উদ্যোগ নিয়েছে বাগান। তাদের সাথে আলোচনা করে দেখা যাক কি হয়।
Leave a Reply