সর্বশেষ :
শিক্ষানুরাগী ও সমাজসেবক সাবেক ইউপি চেয়ারম্যান চেরাগ আলীকে সংবর্ধনা নির্বাচনে আ. লীগকে যুক্ত করার প্রশ্নই আসে না : জামায়াত আমির কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয়: তারেক রহমান সিলেটে পুলিশের অভিযান: চুরি হওয়া ৬টি অটোরিকশা উদ্ধার, আটক ১ বড়লেখায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- বিএনপির র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত দিরাই-শাল্লায় বিএনপির প্রার্থী নিয়ে ধোঁয়াশা, তাকিয়ে আছে তৃণমূল ফেব্রুয়ারিতে নির্বাচন: ইসির প্রস্তুতি কতদূর ৭ নভেম্বর হয়ে উঠেছিল জনগণের আকাঙ্ক্ষিত স্বপ্নের সোপান: অ্যাডভোকেট জামান গোয়াইনঘাটে ৩১ দফা বাস্তবায়নে জামান অনুসারীদের প্রচার মিছিল ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ

কমলগঞ্জে রাখাল নৃত্যে দিয়ে মণিপুরি রাসোৎসব শুরু

কমলগঞ্জে রাখাল নৃত্যে দিয়ে মণিপুরি রাসোৎসব শুরু

কমলগঞ্জ প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে বর্ণাঢ্য আয়োজন, কড়া নিরোপত্তা ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে রাখাল নৃত্যের (গোষ্ঠলীলা) মধ্যদিয়ে শুরু হলো মণিপুরি সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব মহারাসলীলা। উপজেলার মাধবপুর শিববাজার ও আদমপুর মণিপুরি কালচারাল কমপ্লেক্স প্রাঙ্গণে এই উৎসব শুরু হয়। বুধবার (৫ নভেম্বর) দুপুর থেকে রাস উৎসবকে কেন্দ্র করে ২টি স্থানেই বসেছে মেলা।

নৃত্য চলাকালীন সময় ভক্তরা মণ্ডপে বাতাসা ছিটিয়ে বাতাসা বৃষ্টি করেন। সেই বাতাসা আবারও ভক্তরা কুঁড়িয়ে নেন। রাতে অনুষ্ঠিত হবে রাসোৎসবের রাস নৃত্য। রাসোৎসব উপলক্ষে রাতে দেশি-বিদেশী পর্যটকদের ভিড়ে মিলনতীর্থে পরিণত হবে মাধবপুর আর আদমপুরএলাকা, এমনটাই প্রত্যাশা আয়োজকদের। এছাড়াও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান, গুণীজন সংবর্ধনা আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

মণিপুরি সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব মহারাসলীলা উপলক্ষে মাধবপুর জোড়া মন্ডপ প্রাঙ্গণে বিষ্ণুপ্রিয়া মণিপুরি সম্প্রদায়ের ১৮৩তম ও আদমপুর মণিপুরি কালচারাল প্রাঙ্গণে মণিপুরি মৈ-তৈ সম্প্রদায়ের ৪০তম মহারাসোৎসব শুরু হয়েছে। এ উপলক্ষ্যে সাদা কাগজের নকশায় নিপুন কারু কাজে সজ্জিত করা হয়েছে মন্ডপগুলো। করা হয়েছে আলোকসজ্জাও। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বুধবার দুপুর ১২টা থেকে তুমুল আনন্দ-উৎসাহে ঢাক-ঢোল, খোল-করতাল আর শঙ্খ ধ্বনির মধ্য দিয়ে শ্রীকৃষ্ণ ও তার সখী রাধার লীলাকে ঘিরে শুরু হয় রাখাল নৃত্য। চলে সন্ধ্যা পর্যন্ত।

মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের সাধারণ সম্পাদক শ্যাম সিংহ বলেন, রাস উৎসবকে কেন্দ্র করে সব প্রস্তুত। রাস উৎসব দেখতে দেশ-বিদেশের দর্শনার্থীরা এখানে ভিড় করেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় ও প্রশাসনের সহযোগিতায় রাস উৎসব সফলভাবে সমাপ্ত হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff