সর্বশেষ :
কুলাউড়ায় ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

কুলাউড়ায় ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

কুলাউড়া প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও পরিবেশনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে নয়টি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৯১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার শহরের দক্ষিণ বাজার, উত্তর বাজার ও রেল স্টেশন রোড এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার আয়শা আক্তার লাবনী।

অভিযানে ছামী ইয়ামি চাইনিজ বাংলা রেস্টুরেন্টকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও পরিবেশনের দায়ে ১ লাখ ২০ হাজার টাকা, ইস্টার্ন রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা এবং বনফুল অ্যান্ড কোম্পানিকে শিশু খাদ্যের লাইসেন্স ছাড়াই ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া, বিভিন্ন ভূষিমাল ও মুদি দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করাসহ নয়টি মামলায় মোট ১ লাখ ৯১ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়শা আক্তার লাবনী বলেন, ‘অভিযানকালে ছামী ইয়ামি ও ইস্টার্ন রেস্টুরেন্টে মারাত্মক ভাবে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও পরিবেশন করতে দেখা গেছে। জনস্বাস্থ্যের সঙ্গে এমন অবহেলা কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়।’

তিনি বলেন, ‘খাদ্য নিরাপত্তা ও ভোক্তা অধিকার রক্ষায় জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff