মৌলভীবাজারে রয়েল এনফিল্ডসহ ৫ চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৩

মৌলভীবাজারে রয়েল এনফিল্ডসহ ৫ চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৩

একুশে সিলেট ডেস্ক

মৌলভীবাজারে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় একটি রয়েল এনফিল্ডসহ মোট পাঁচটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলেন বাপ্পী দাস ওরফে বাপ্পী সরকার ওরফে সাগর, তোফাজ্জল ওরফে তাফাজ্জল হোসেন ও মো. বাবুল হোসেন। তারা তিনজনই ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা।

ওসি জানান, ২১ আগস্ট মৌলভীবাজার শহরের গীর্জাপাড়া এলাকায় মাহবুব হাসানের ভাড়া বাসা থেকে একটি রয়েল এনফিল্ড মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশ সুপার এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেনের নির্দেশনায় পুলিশ তদন্ত শুরু করে।

প্রায় ৪৭টি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে চক্রের মূলহোতা ও সহযোগীদের শনাক্ত করতে সক্ষম হয় পুলিশ। এরপর ২৮ আগস্ট রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানাধীন চান্দুরা এলাকায় অভিযান চালিয়ে প্রথমে বাপ্পী দাসকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যে তোফাজ্জল হোসেন ও মো. বাবুল হোসেনকে গ্রেফতার করা হয়।

ওসি আরও জানান, গ্রেফতারের সময় বাবুল হোসেনের কাছ থেকে একটি চোরাই পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার পলতাকান্দা গ্রামে অভিযান চালিয়ে মামলার চুরি যাওয়া রয়েল এনফিল্ডসহ আরও চারটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ পর্যন্ত মোট পাঁচটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল চুরি করে কিশোরগঞ্জের ভৈরবের সোহানের কাছে বিক্রি করত। সোহানকে গ্রেফতার করতে পুলিশ কাজ করছে বলেও জানান ওসি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff