সর্বশেষ :
আ. লীগ সরকারের আমলে দায়ের করা মামলায় গ্রেফতার আলমগীর চেয়ারম্যান সিলেটের সাদা পাথর উদ্ধার নারায়ণগঞ্জে নবীজিকে নিয়ে কটুক্তি : শান্ত বানিয়াচংয়ে অশান্ত করতে একটি চক্র কাজ করছে, আল্টিমেটাম ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তান শাহীনের কাছে বড় হার বাংলাদেশের বিশ্বের সেরা ১০ সুন্দরী অভিনেত্রীর তালিকায় বলিউড নায়িকা কৃতি খালেদা জিয়ার জন্মদিনে কেক না কাটতে নেতা-কর্মীদের বিএনপির আহ্বান ঘোষিত সময়েই নির্বাচন হতে হবে: দুদু পাকিস্তানের যেকোনো দুঃসাহসের ফল হবে যন্ত্রণাদায়ক: ভারত নেটিজেনদের তোপের মুখে তাহিরপুরের স্বাস্থ্য কর্মকর্তা কমলগঞ্জে প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব ও পরিবেশগত সমস্যা নিয়ে প্রচারাভিযান
কমলগঞ্জে প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব ও পরিবেশগত সমস্যা নিয়ে প্রচারাভিযান

কমলগঞ্জে প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব ও পরিবেশগত সমস্যা নিয়ে প্রচারাভিযান

কমলগঞ্জ প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব ও পরিবেশগত সমস্যা নিয়ে শিক্ষার্থীদের সাথে সচেতনতামলক প্রচারাভিযান করেছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), সিলেট।

বহস্পতিবার দুপুরে কমলগঞ্জ সরকারি বহুমখী মডেল উচ্চ বিদ্যালয়ের ৯ম ও ১০ম শ্রেনীর শিক্ষার্থীদের নিয়ে এই প্রচারাভিযান করা হয়।

কমলগঞ্জ সরকারি বহুমখী মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.তাজউদ্দিনের সভাপতিত্বে ও বেলা সিলেট বিভাগীয় সমম্বয়ক এড.শাহ সাহেদা আক্তারের পরিচালনায় শিক্ষার্থীদের সাথে প্রচারাভিযান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক কৃষ্ণ কান্ত সিংহ,কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি ও বেলা নেটওয়ার্ক মেম্বার নূরুল মোহাইমীন মিল্টন, বেলা সিলেট অফিসের কর্মকর্তা সাফায়েত উল্লাহ।

সভার শুরুতে প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব ও সিলেটের পরিবেশগত সমস্যা তুলে ধরেন বেলা সিলেট বিভাগীয় সমম্বয়ক এড. শাহ সাহেদা আক্তার বলেন ব্যবহৃত প্লাস্টিক ফেলে দেওয়ার পর খাল-বিল, ছড়া ও নদনদীর মধ্যদিয়ে সাগরে পতিত হচ্ছে। আর মাছের খাবার হিসাবে প্লাস্টিক গিলে খাচ্ছে। ফলে মাছের মাধ্যমে মানবদেহে এগুলো প্রবেশ করছে ও শরীরে রোগব্যাধী সৃষ্টি হচ্ছে।

তিনি আরও বলেন, দেশের আগামীর কর্ণধার শিক্ষার্থীরা। তাই শিক্ষার্থীদের এসব বিষয়ে সচেতনতা সৃষ্টি করার মধ্যদিয়ে প্লাস্টিকের ব্যবহার নিরুৎসাহিত করার উদ্দেশ্যেই এই প্রচারাভিযান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff