কুলাউড়ায় সর্বস্তরের ট্রেন যাত্রীদের মানববন্ধন, দাবি না মানলে কঠোর আন্দোলন

কুলাউড়ায় সর্বস্তরের ট্রেন যাত্রীদের মানববন্ধন, দাবি না মানলে কঠোর আন্দোলন

তারেক হাসান, কুলাউড়া
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সিলেট-ঢাকা, সিলেট-কক্সবাজার রেলপথে ২টি স্পেশাল ট্রেন চালু, আখাউড়া- সিলেট রেলপথ সংস্কার ও ডুয়েল গেজ ডাবল লাইনে উন্নীতকরণসহ ৮দফা দাবিতে সর্বস্তরের ট্রেন যাত্রীর অংশগ্রহনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (০৯ আগস্ট) বেলা ১১টায় কুলাউড়া জংশন স্টেশনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

কুলাউড়ার সর্বস্তরের ট্রেন যাত্রীবৃন্দ’ নামক আন্দোলনের সমন্বয়ক সাংবাদিক আজিজুল ইসলামের সভাপতিত্বে এবং ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সমন্বয়ক আতিকুর রহমান আখই ও ইসলাম উদ্দিনের যৌথ সঞ্চালনায় বক্তব্য দেন জাতীয় পার্টি (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি অ্যাডভোকেট নওয়াব আলী আব্বাস খান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ সভাপতি, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট এএনএম আবেদ রাজা, কুলাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক রেদোয়ান খান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, বাংলাদেশ জাসদের সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম শামীম, অ্যাডভোকেট আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমদ, পৌর জামায়াতের সভাপতি রুহুল আমীন রইয়ব, কুলাউড়া প্রেসক্লাবের সম্পাদক খালেদ পারভেজ বক্স, প্রেসক্লাব কুলাউড়ার সাধারণ সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সুহেল, সংবাদিক এইচ ডি রুবেল, ব্যবসায়ী সেলুর রহমান, বদরুল হোসেন, এনামুল ইসলাম, ওয়ার্ড বিএনপির সম্পাদক কামরুল ইসলাম, তানভীর আহমদ, ছাতাপীর স্মৃতি পরিষদের সভাপতি আব্দুস শুকুর ছরকুম, ছাত্র ইউনিয়ন নেতা ফয়জুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি শামীম আহমদ, ছাইম আহমদ লিংকন, আব্দুল মজিদ, ব্যবসায়ী আজকর আলী, মাসুক আহমদ প্রমুখ।

বক্তারা বলেন, সিলেট- ঢাকা, সিলেট- কক্সবাজার রেলপথে ২টি স্পেশাল ট্রেন চালু, আখাউড়া- সিলেট রেলপথ সংস্কার ও ডাবল লাইনে উন্নীতকতরণ, আখাউড়া- সিলেট সেকশনে অন্ত:ত একটি লোকাল ট্রেন চালু, আখাউড়া- সিলেট সেকশনে সকল বন্ধ স্টেশন চালুকরণ, কুলাউড়া জংশন স্টেশনে বরাদ্দ আসন সংখ্যা বৃদ্ধি, সিলেট- ঢাকাগামী আন্ত:নগর কালনী ও পারাবত ট্রেনের আযমপুরের পর ঢাকা অভিমুখী সকল স্টেশনের যাত্রা বিরতী প্রত্যাহার। সিলেটের সাথে চলাচলকারী ট্রেনের সিডিউল বিপর্যয় রোধে ত্রুটিমুক্ত ইঞ্জিন যুক্ত করা। যাত্রী অনুপাতে প্রতিটি ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন করতে হবে।

`কুলাউড়ার সর্বস্তরের ট্রেন যাত্রীবৃন্দ’ নামক আন্দোলনের সমন্বয়ক সিনিয়র সাংবাদিক আজিজুল ইসলাম পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন। ঘোষিত কর্মসূচি হলো আগামী ১১ আগস্ট রেল উপদেষ্টা , সচিব ও রেলওয়ের উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে স্মারকলিপি পেশ, ১২ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন স্টেশনে সংশ্লিষ্ট উপজেলার মানুষের সাথে মতবিনিময় ও প্রচারপত্র বিলি, রেলওয়ে ও জনপ্রশাসনের সাথে মতবিনিময় এবং ১৬ আগস্ট কুলাউড়া জংশন স্টেশনে প্রতিবাদ সভা। সেই প্রতিবাদ সভা থেকে পরবর্তী কর্মসুচি ঘোষণা করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff