কুলাউড়া প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় দায়েরকৃত মামলা ও একাধিক প্রতারণা মামলার আসামী যুবলীগের নেতা মো. লিকছন চৌধুরী (৪৮) কে আটক করেছে পুলিশ।
শনিবার (১৯ জুলাই) গভীর রাতে থানার উপ-পুলিশ পরিদর্শক এসআই হাবিবুর রহমান ও এসআই মোস্তাফিফুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের নাছিরাবাদ গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটককৃত লিকছন চৌধুরী নাছিরাবাদ এলাকার মৃত জহির চৌধুরীর ছেলে। তিনি আওয়ামী যুবলীগ ব্রাহ্মণবাজার ইউনিয়নের সাবেক সভাপতি ছিলেন।
জানা যায়, বিগত স্বৈরাচারি আওয়ামীলীগ সরকারের শাসনামলে ব্রাহ্মণবাজার ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি লিকছন চৌধুরী ছিলেন এক মূর্তিমান আতঙ্কের নাম। তিনি বিগতে সময়ে দলীয় ক্ষমতার প্রভাব খাটিয়ে এলাকার সাধারণ মানুষকে চাকরি ও অন্যান্য সুযোগ-সুবিধার আশ্বাস দিয়ে প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেন। এমন অসংখ্য অভিযোগের ভিত্তিতে থানায় প্রতারণা মামলাও হয়।
এছাড়াও তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামিও ছিলেন। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে নানা প্রতারণামূলক কর্মকান্ডে লিপ্ত ছিলেন এই যুবলীগ নেতা। অবশেষে তাকে আটক করায় জনমনে স্বস্তি ফিরে এসেছে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, আটককৃত যুবলীগ নেতার বিরুদ্ধে প্রতারণা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলায় ঘটনায় মামলা রয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply