কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা
কমলগঞ্জের শমশেরনগর চা বাগান লেক থেকে পিনু বাউরী নামে এক চা শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ জুলাই) সকাল ৮টায় শমশেরনগর চা বাগানের ১৪নম্বর সেকশন থেকে লাশটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওবায়দুল হক।
নিহত পিনু বাউরী (২৪) চা বাগানের ৬ নং টিলা এলাকার বাউদু বাউরির ছেলে। পরিবারের দাবী নিহত পিনু বাউরী মানসিক ভারসাম্যহীন ছিল।
স্থানীয়রা জানান, পিনা বাউরি আগের দিন নাস্তা করে বাড়ি হতে বের হয়। পরে সারাদিন তাকে খোঁজাখুজি করে পাওয়া যায়নি। সোমবার (১৪ জুলাই) ভোরে চা শ্রমিকরা লেকের পানিতে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে শমশেরনগর ফাঁড়িতে নিয়ে আসে।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওবায়দুল হক জানান, নিহত শ্রমিক মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
Leave a Reply