বড়লেখার বিসিএসের চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত সুমি ও আরিফ

বড়লেখার বিসিএসের চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত সুমি ও আরিফ

বড়লেখা প্রতিনিধি
মৌলভীবাজার বড়লেখায় ৪৪তম বিসিএস পরীক্ষায় বড়লেখা নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের সাবেক মেধাবী শিক্ষার্থী সুমি বেগম শিক্ষা ক্যাডারে ও বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের সাবেক মেধাবী শিক্ষার্থী আরিফ আহমদ সমবায় ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তাদের এই সাফল্যে পরিবার, স্বজন, শিক্ষক/শিক্ষিকাসহ এলাকায় আনন্দের বন্যা বইছে।

গতকাল সোমবার ৩০ জুন সরকারি কর্মকমিশন (পিএসসি) ওয়েবসাইটে ৪৪তম বিসিএস পরীক্ষার ফল প্রকাশ করেছে।

আরিফ আহমদ ঢাকাস্থ পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যালয়ে এবং সুমি বেগম ২০২৩ সাল থেকে ময়মনসিংহ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে প্রভাষক পদে কর্মরত। তিনি উপজেলার কলাজুরা গ্রামের মৃত ইসমাইল আলী এবং করবুন নেছার চতুর্থ মেয়ে। ২০১০ সালে কলাজুরা হাজী আপ্তাব মিয়া উচ্চ বিদ্যালয় হতে গোল্ডেন এ-প্লাস ও নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজ থেকে ২০১২ সালে এইচএসসিতে ব্যবসায় শিক্ষা শাখায় সিলেট শিক্ষাবোর্ডে প্রথমস্থান অর্জন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে কৃতিত্বের সাথে মার্কেটিংয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন।

এদিকে বিসিএস সমবায় ক্যাডারে সুপারিশপ্রাপ্ত আরিফ আহমদ উপজেলার চন্ডিনগর গ্রামের বশির উদ্দিন এবং ফেরদৌসী বেগমের ছেলে। তিনি ২০১৩ সালে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ থেকে এ-প্লাস পেয়ে এইচএসসি পাশ করেন। ২০২১ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে কৃতিত্বের সাথে এমবিএ সম্পন্ন করেন। তিনি ঢাকাস্থ পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যালয়ে এসিসটেন্ট ম্যানেজার পদে কর্মরত।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff