কমলগঞ্জে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই, আগুন নেভাতে ২জন দগ্ধ

কমলগঞ্জে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই, আগুন নেভাতে ২জন দগ্ধ

কমলগঞ্জ প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে দুরুদ মিয়ার বসত ঘরে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে বসতঘর মুহুর্তে পুড়ে ছাই হয়ে গেছে। এসময় আগুনে দগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন গৃহকর্তাসহ দুইজন। আগুন নেভাতে গিয়ে তার হোটেল ম্যানেজার আবুল কালামও আগুনে দগ্ধ হন। অগ্নিকান্ডের সঠিক কারণ জানা যায়নি। শনিবার ভোরে এ ঘটনা ঘটে।

জানা যায়, আগুনের তাপে ঘুম ভাঙ্গে বাড়ীর মালিক দুরুদ মিয়ার গায়ে লাগে পরে ঘর থেকে বের হওয়ার সময় জলন্ত ছাদ উপর পড়ে গেলে তার মাথাসহ শরীরের বিভিন্ন জায়গা আগুনে দগ্ধ হয়। তার হাল্লা চিৎকার শুনে হোটেল ম্যানেজার আবুল কালাম আগুন নেভাতে এগিয়ে গেলে তিনিও আগুনে দগ্ধ হন। ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস এন্ড সিিেভল ডিফেন্স এর কর্মীরা ঘন্টা খানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় টাকা-পয়সা, মূল্যবান দলিলপত্র, আসবাবপত্রসহ সব পুড়ে ছাই হয়ে যায়।

পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহত দু’জনকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরন করেন। সেখান থেকে হোটেল মালিক দুরুদ মিয়ার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকায় শেখ হাসিনা বার্ণ ইউনিটে প্রেরণ করা হয়। দুরুদ মিয়ার জামাতা জাবের আহমদ মিন্টু জানান, অগ্নিকান্ডের সময় বিদ্যুৎ ছিল না। অগ্নিকান্ডে মুহুর্তেই সবকিছু শেষ হয়ে যায়। অগ্নিকান্ডে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

কমলগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ ফয়েজ আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কিভাবে আগুনের সূত্রপাত তা এখনো জানা যায়নি। এদিকে ঘটনার খবর পেয়ে পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত হোটেল মালিক দুরুদ মিয়ার বসতঘর পরিদর্শন করেন। তিনি জানান ক্ষয়ক্ষতির বিষয়টি দেখেছি, জেলায় প্রস্তাব পাঠাবো এবং যতটুকু সম্ভব ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff