কমলগঞ্জ প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জের ধলাই নদীর কেওয়ালীঘাট এলাকা থেকে অবৈধভাবে বালু পরিবহনের দায়ে দুইজনকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং অপরজনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। অন্যজনকে জরিমানা অনাদায়ে দুই মাস কারাদন্ড প্রদান করা হয়। বৃহস্পতিবার দুপুরে আদমপুর ইউনিয়নের হকতিযারখলার কেওয়ালীঘাট এলাকায় সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ডিএম সাদিক আল শাফিন এ অভিযান পরিচালনা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট ডিএম সাদিক আল শাফিন এর নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় আদমপুর ইউনিয়নের হকতিয়ার খলা এলাকায় সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
অভিযানকালে বালু পরিবহনের দায়ে শ্রীপুরের কোনাগাও এলাকার আমিন মিয়াকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং গোলেরহাওর এলাকার কয়ছর আলীকে ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ রিপোট লেখা পর্যন্ত জরিমানা এখনো আদায় হয়নি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট ডিএম সাদিক আল শাফিন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করে একজনকে ১৫ দিনের কারাদন্ড ও একজনকে ২ লক্ষ টাকা অর্থদন্ড অনাদায়ে ২ মাসের কারাদন্ড প্রদানের সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধ বালু পরিবহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আমিন মিয়াকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং কয়ছর আলীকে ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। জরিমানা এখনো আদায় হয়নি।
তিনি আরও বলেন অবৈধভাবে বালু উত্তোলন প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply