কুলাউড়া প্রতিনিধি
কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে রিহাদ নামক সাড়ে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
(৫ এপ্রিল) শনিবার উপজেলার কাদিপুর ইউনিয়নে কাদিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু রিহাদ বিডিআর কলোনীর বাসিন্দা সিএনজি চালক রুবেল মিয়ার ছেলে।
জানা যায়, পরিবারের লোকজনের সবার অজ্ঞাতে শনিবার দুপুরে কাদিপুর শিববাড়ি পুকুরে পড়ে যায় শিশু রিহাদ। পরিবারের লোকজন পুকুর থেকে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
কাদিপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অসাবধানতাবশত পুকুরের পানিতে ডুবে শিশুটি মারা গেছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় প্রশাসনকে অবগত করে লাশ দাফন করা হয়েছে।
Leave a Reply