কুলাউড়া প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বিশ্ব পানি দিবস উদযাপন উপলক্ষে ২২শে মার্চ কুলাউড়া উপজেলা প্রশাসনের সহযোগিতায়, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক ও ছাত্র ছাত্রীদের অংশগ্রহনে র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদিক্ষণ শেষে উপজেলা মিলনাতয়নে আলোচনা সভায় অনুষ্ঠিত হয় । আমির সলফু সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ মোঃ সিদ্দিকুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে এবং মোহাম্মদ সাদেক সফিউল্লাহর সঞ্চালনায় আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য দেন এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের এরিয়া ম্যানেজার আহমেদ হোসেন চৌধুরী হেলাল।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভূকশিমইল ইউনিয়ন পরিষদের সন্মানিত চেয়ারম্যান আজিজুর রহমান মনির। অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন আইপিডিএস সংস্থার লিগ্যাল এইড কর্মসূচির সমন্নয়কারী জ্যোতি চিরাম, শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপ্যাল ঝুমা রানী নাথ, সহকারী শিক্ষক নাঈম আহম্মেদ, নুরানী আজিজ চৈতী প্রমুখ ।
উল্লেখ্য, এশিয়া আর্সেনিক নেটওয়ার্ক ইউনিসেফের সহায়তায় কুলাউড়া উপজেলার ভূকশিমইল, কাদিপুর, কুলাউড়া সদর ও রাউৎগাও ইউনিয়নে নিরাপদ পানি, উন্নত স্যানিটেশন ও হাইজিন নিয়ে কাজ করছে। যার মাধ্যমে উক্ত এলাকার মানুষের খাবার ও রান্নার কাজে আর্সেনিক নিরাপদ পানি ব্যবহারের অধিকার অর্জন,সমতা ও নায্যতার ভিত্তিতে পানির স্থাপনা বন্টন, পানির উৎসের যৌথ ব্যবহার প্রক্রিয়া প্রতিষ্টিত করছে।
Leave a Reply