কুলাউড়া প্রতিনিধি
কুলাউড়ার লংলা আধুনিক ডিগ্রি কলেজের ২০১৩-১৪ ব্যাচের শিক্ষার্থীদের পরিচালিত বন্ধু সামাজিক সংগঠন রবিরবাজারের উদ্যোগে পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
(২১ মার্চ) শুক্রবার বিকেলে লংলা আধুনিক ডিগ্রি কলেজ মিলনায়তনে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্ধু সামাজিক সংগঠনের সদস্য রিমন আহমদ চৌধুরী। সংগঠনের উপদেষ্টা শিক্ষক কামরুল হাসান সামাদের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আইনজীবি এডভোকোট আহমদ উর রহমান খান মুরাদ, লংলা কলেজের প্রভাষক আক্তার হোসেন, দৈনিক সমকাল প্রতিনিধি সৈয়দ আশফাক তানভীর, মৌমাছি কণ্ঠ প্রতিনিধি হাসান আল মাহমুদ রাজু, সংগঠনের সদস্য এম রুবেল আহমদ মুন্না, মো. ফরমুজ আহমদ প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন বন্ধু সামাজিক সংগঠনের সদস্য মো. ফখরুল ইসলাম, জাহিদ ইসলাম, আবুল কালাম আজাদ, ইরফান আহমদ, ইমরান হোসেন রুবেল, মো. জয়নুল ইসলাম, সাজু আহমদ, রুহুল আমিন, নুরুল ইসলাম।
সংগঠনের সদস্যরা নিজেদের সংগৃহীত লক্ষাধিক টাকার ১০ ধরনের খাদ্য পণ্যের প্যাকেজ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের হাতে তুলে দেন রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে।
Leave a Reply