কুলাউড়া প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়ায় এক্সকেভেটর দিয়ে অবৈধভাবে জমি থেকে মাটি কাটার দায়ে এক ইট ভাটার মালিককে ৫০হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে উপজেলার কাদিপুর ইউনিয়নের ঢুলিপাড়া এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানা যায়, আইন অমান্য করে ফসলি জমি থেকে অবাধে মাটি কাটা হচ্ছে, এমন খবর পেয়ে মঙ্গলবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঢুলিপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় এক্সকেভেটর দিয়ে অবৈধভাবে মাটি কাটার অপরাধে মেঘনা ব্রিকসের মালিক শাহাবুদ্দিনকে ৫০হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
Leave a Reply