কুলাউড়া প্রতিনিধি :
মৌলভীবাজারের কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো. চেরাগ আলী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার (৩মার্চ) রাত ৮টা ৩৫মিনিটের দিকে তিনি সিলেট ইবনে সিনা হাসপাতালে ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৪বছর। তিনি স্ত্রী, ৫ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার (৪মার্চ) বেলা আড়াইটায় কুলাউড়া শহরের ফুটবল খেলার মাঠে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।
মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই, টিবিএফ চেয়ারম্যান মইনুল ইসলাম শামীমসহ ব্যবসায়ী নেতৃবৃন্দরা। মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতিতে তারা উল্লেখ করেন, কুলাউড়া বাজারের ব্যবসায়ীরা একজন অভিভাবক হারিয়েছেন।
Leave a Reply