কুলাউড়া প্রতিনিধি
কুলাউড়ার ফুটপাত দখলমুক্ত ও অবৈধভাবে পার্কিং করা গাড়ী জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। (২৬ ফেব্রুয়ারি) বুধবার দুপুরে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় কুলাউড়া শহরের দক্ষিণ বাজার থানার সম্মুখ,স্টেশন রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন কুলাউড়া সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্টিট শাহ জহুরুল হোসেন।এছাড়াও অভিযানে ছিলেন কুলাউড়া থানার সেকেন্ড অফিসার এস আই আমির হোসেন।
অভিযানে ফুটপাতে অবৈধভাবে বালু রেখে রাস্তায় জনসাধারণের চলাচলে বাধা প্রদানের দায়ে হেলাল আহমদ নামে এক ব্যাক্তিকে ৫ হাজার টাকা জরিমানা আদায় এবং অবৈধভাবে পার্কিং করার অপরাধে ১১ টি গাড়ি জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন জানান, কোনভাবে রাস্তা জবর দখল করে গাড়ী পার্কিং করা যাবেনা। এ অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply