কুলাউড়ায় হাছনা-মমতাজ ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

কুলাউড়ায় হাছনা-মমতাজ ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

কুলাউড়া প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়ায় হাছনা-মমতাজ ফাউন্ডেশনের উদ্যোগে মরহুমা হাছনা-হেনা বেগমের ৪০তম ও মরহুম মমতাজ আলী চৌধুরীর ২০তম মৃত্যুবাষির্কী উপলক্ষে অসচ্ছল ৮০টি পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সমাজকর্মী এএফএম মারুফ চৌধুরীর সভাপতিত্বে এবং এএফএম ফৌজি চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুলাউড়া সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মোক্তাদির হোসেন, মানবজমিন প্রতিনিধি আলাউদ্দিন কবির, উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুর রহমান কবির, চুনঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পান্না চন্দ্র নাথ ও সংগঠক শহিদুল ইসলাম তনয় প্রমুখ। অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন তাসনিমুল হাছান চৌধুরী ও মিফতাহ উদ্দিন।

সভাশেষে এলাকার অসচ্ছল ৮০টি পরিবারের সদস্যদের মধ্যে ইফতার সামগ্রী হিসেবে চাল, ছোলা, সয়াবিন তৈল, খেজুর, আলু, পেয়াজ, লবন, চিনি, সেমাই ইত্যাদি বিতরণ করেন অতিথিবৃন্দ।

কুলাউড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ. দা.) শাহ জহুরুল হোসেন।

এসময় সরকারি/বেসরকারি ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়।

এ ছাড়াও কুলাউড়ার ভাষা সৈনিক রওশন আরা বাচ্চুর কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে সকাল ৮টায় শহরে প্রভাতফেরি ও সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের হলরুমে ভাষা আন্দোলনের শহিদদের স্মৃতির উদ্দেশ্যে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ. দা.) শাহ জহুরুল হোসেন।

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৌরভ গোস্বামীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু মাসুদ, কৃষি কর্মকর্তা মুহাম্মদ জসিম উদ্দিন, থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা আবুল বাশার, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক মো. আব্দুল মুন্তাজিম, নায়েবে আমির মো. জাকির হোসেন, পৌর আমির মো. রুহুল আমিন রইয়ব, বিএনপি নেতা মুরাদ আহমদ, সাংবাদিক নাজমুল বারী সোহেল, এস আর অনি চৌধুরী ও হাবিবুর রহমান হোসাইন, উপজেলা নাগরিক কমিটির প্রতিনিধি লিংকন তালুকদার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা নাহিদুর রহমান, আদনান চৌধুরী, ইব্রাহিম আলী ও মো. জাকির প্রমুখ।

আলোচনা সভা শেষে উপজেলা প্রশাসন ও শিশু একাডেমি কর্তৃক আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff