মৌলভীবাজার প্রতিনিধি
বৈষম্যবিরোধীদের তোপের মুখে স্থগিত করা হয়েছে মৌলভীবাজারে জেলা আইনজীবী সমিতির (বার) নির্বাচন। গতকাল বুধবার বার ভবনের সামনে অবস্থান নিয়ে সভাপতির পদ থেকে আওয়ামী লীগ নেতাকে বাদ দেওয়ার দাবি জানান তাঁরা। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়।
জানা যায়, জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ বৃহস্পতিবার হওয়ার কথা ছিল। নির্বাচনে সভাপতি পদে কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজাদুর রহমান প্রার্থী হওয়ার খবর ছড়িয়ে পড়ে।
বুধবার বিকেলে বৈষম্যবিরোধী আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি জেলা বারের সামনে প্রার্থিতা থেকে অপসারণের দাবি জানিয়ে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। এ ঘটনায় সন্ধ্যায় জরুরি সভায় জেলা আইনজীবী সমিতির আজ বৃহস্পতিবারের নির্বাচন স্থগিত ঘোষণা করেন নির্বাচন কমিশন।
বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা এহসানুল হক জাকারিয়া বলেন, ‘আইনজীবী সমিতির নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ একটা জায়গায় আওয়ামী লীগের নেতা আজাদুর রহমান সভাপতি পদে প্রার্থী হয়েছেন। তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে। এ জন্য আমরা তাঁকে নির্বাচন থেকে অপসারণ করার জন্য দাবি জানিয়েছি। কোনোভাবেই আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ দেওয়া যাবে না।’
জেলা আইনজীবী সমিতি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার (জিপি) মামুনুর রশীদ বলেন, আওয়ামী লীগ নেতা আজাদুর রহমানকে সভাপতি পদে প্রার্থী হওয়ায় ছাত্র-জনতা আন্দোলন করেন। তাঁদের আন্দোলনের মুখে বৃহস্পতিবারের নির্বাচন স্থগিত করা হয়েছে।
Leave a Reply