সবকিছু ঠিক করে নির্বাচন দিয়ে চলে যেতে চাই : উপদেষ্টা ফরিদা

সবকিছু ঠিক করে নির্বাচন দিয়ে চলে যেতে চাই : উপদেষ্টা ফরিদা

কমলগঞ্জ প্রতিনিধি
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘প্রধান উপদেষ্টা একটা ঘোষণা দিয়েছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে পারেন। দেশে সংস্কার জরুরি, সংস্কার যদি শেষ না হয় এবং রাজনৈতিক দলগুলো একমত হলে সর্বশেষ ২০২৬ সালের জুন মাসের মধ্যে নির্বাচন হবে, এর বাইরে যাবে না।’

রোববার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাইক্কা বিল মৎস্য অভয়াশ্রম-সংশ্লিষ্ট সুফলভোগীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশের আইনশৃঙ্খলার বিষয়ে তিনি বলেন, ‘একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, তরুণদের বিশাল একটা আন্দোলনের পরে দেশে একটা পরিবর্তন এসেছে। কিন্তু সবকিছু তো পরিবর্তন হয়নি। আগে যারা ক্ষমতায় ছিলেন তারা অনেকেই এখন সক্রিয় হওয়ার চেষ্টা করছেন। এটার কারণেই দেশে নানা রকমের পরিস্থিতি তৈরি হচ্ছে। যেসব ঘটনা ঘটছে এটা সাময়িক, দীর্ঘস্থায়ী হতে পারে না। এখন আইনশৃঙ্খলা বাহিনী অনেক সক্রিয় ভূমিকা রাখছে। আমরা দেশকে সংস্কার করে, দেশের যেগুলো ক্ষতি হয়েছে সেগুলো ঠিক করে যাতে নির্বাচন দিয়ে যেতে পারি সেই পরিস্থিতিই আমরা তৈরি করতে চাই। যারা ঘোলাটে পরিস্থিতি তৈরি করছেন তারা রাজনৈতিকভাবে ক্ষতি করছেন। এখানে উসকানিমূলক কিছু ব্যাপার থাকায় ঘটনাগুলোও ঘটছে।’

তরুণসমাজের কাছে কৃতজ্ঞতা জানিয়ে উপদেষ্টা বলেন, ‘ দেশের তরুণরা যে বিশাল একটা সাফল্য নিয়ে এসেছেন। তাদের ছোট্ট একটা দাবি ছিল, সেটা থেকে দেশের বৈষম্য দূর করার জন্য তারা প্রাণ দিয়েছেন, আহত হয়েছেন। হাজার হাজার তরুণ এখনও হাসপাতালে পড়ে আছেন। তাদের প্রতি শ্রদ্ধা জানানোটাই যথেষ্ট নয়। তাদের কথা সারাক্ষণই আমাদের মনে রাখতে হবে। বিশেষ করে বর্তমান অন্তর্বর্তী সরকার এ কথাটা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখে। এই তরুণদের সঙ্গে নিয়ে নানা পরিকল্পনা করতে পারে যুব মন্ত্রণালয়। সমাজকল্যাণ থেকেও করতে পারে। আমরা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকেও করতে পারি।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মৎস্য উপদেষ্টা বলেন, ‘হাওরের পাখি শিকার করে যারা আনন্দ পান তাদের এই কাজ থেকে বিরত থাকতে হবে। এটা একটা নির্মম এবং অমানবিক কাজ। এই কাজটা করা ঠিক হবে না। এটি দেশের জন্য ক্ষতি, প্রাণ-প্রকৃতির জন্য ক্ষতিকর। এ জন্য দেশের প্রচলিত আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতার বিকল্প নেই।’

মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসা. শাহীনা আক্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মৎস্য অধিদফতরের মহাপরিচালক ড. আব্দুর রউফ, অতিরিক্ত মহাপরিচালক জিয়া হায়দার চৌধুরী, সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার কবীর, জেলা মৎস্য কর্মকর্তা ড. মো.আরিফ হোসেন, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিনসহ স্থানীয় উপকারভোগীরা।

এরআগে, মৎস্য উপদেষ্টা বাইক্কা বিলের বিভিন্ন অংশ ঘুরে দেখেন ও সেখানে ফলদ বৃক্ষরোপণ করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff