সর্বশেষ :
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭২ কোটি ৬৩ লাখ ডলার নিষিদ্ধ ছাত্রলীগের ৮ মিনিটের মিছিল, আটক ৬ জকিগঞ্জ সীমান্তে অর্ধ কোটি টাকার চোরাইপণ্যসহ আটক ২ কারি কিং খ্যাত সেলিব্রেটি শেফ শামীমের রান্নার সুখ্যাতি ছড়িয়েছি ব্রিটিশ মুলধারায় চলছে ডুয়েল গেজ রেললাইন স্থাপন, এলাকায় আনন্দের বন্যা ওসমানীনগরে ব্রাইট লাইফ ইংলিশ মিডিয়াম স্কুলের ৬ বছর পুর্তি উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউকে টিভি‘র ১৯ তম প্রজেক্ট ওসমানীনগরে গৃহহীন পরিবার পাচ্ছে পাকা ঘর এইচপিভি টিকাদান কর্মসুচী শতভাগ বাস্তবায়ন করায় কুলাউড়ার ৩ প্রতিষ্টানকে সম্মাননা প্রদান ছুটিতে গিয়ে গোয়াইনঘাট থানার এসআই মিথুন পাড়ি জমালেন লন্ডনে! বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে বিশ্বনাথে প্রশাসনের সভা
কারি কিং খ্যাত সেলিব্রেটি শেফ শামীমের রান্নার সুখ্যাতি ছড়িয়েছি ব্রিটিশ মুলধারায়

কারি কিং খ্যাত সেলিব্রেটি শেফ শামীমের রান্নার সুখ্যাতি ছড়িয়েছি ব্রিটিশ মুলধারায়

যুক্তরাজ্য প্রতিনিধি

একই মানুষের একাধিক অঙ্গনে খ্যাতিমান হওয়া, সুনাম কুড়ানো, আলাদা এক সৌভাগ্য। তেমনই এক সফল মানুষ শামিম। পুরো নাম এহসানুল ইসলাম চৌধুরী শামীম।

কারি কিং খ্যাত সেলিব্রেটি শেফ তিনি। আবার চ্যানেল এস-এর রিপোর্টার হিসেবে তিনিই খুব জনিপ্রিয় ও সম্মানিত।

সারল্যে ভরা কাজ পাগল  এহসানুল ইসলাম চৌধুরী শামীম রন্ধন শিল্পে সাফল্যের স্বীকৃতি পাচ্ছেন একের পর এক। ১৭ নভেম্বর এশিয়ান কারি এওয়ার্ডে  টপ শেফ দ্যা ইয়ার এওয়ার্ড অর্জন করলেন। এর আগে ২০২২ সালে বিসিএ আয়োজিত ব্রিটেনের সেরা শেফ-এর পুরস্কার সহ একাধিক পুরস্কার অর্জন করেছেন তিনি।

শামীম শুধু একজন দক্ষ শেফই নন। বাগানেও সাফল্য আছে তার। বিলেতে যারা কমিউনিটি সাংবাদিকতা করেন তাদের মধ্যেও অন্যতম একজন হলেন তিনি। কমিউনিটিতে নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর কাজে শামীম এর স্ত্রী ও তার মেয়ে   শাজমীন ইসলাম চৌধুরী লাবিবা বিশেষভাবে সহযোগিতা করেন।

এহসানুল ইসলাম চৌধুরী শামীম এবার নর্দাম্পটনের গন্ডি ছাড়িয়ে ব্রিটেনের সবচেয়ে মর্যাদাকর সংগঠন এশিয়ান কারী  এওয়ার্ড ইস্ট মিডল্যান্ডের সেরা  শেফ অফ দ্যা ইয়ার   নির্বাচিত হয়েছে।

১৭ নভেম্বর, রবিবার, লন্ডনের পাঁচ তারকা হোটেল পার্ক লেন হলরুমে আলো ঝলমলে জমকালো স্টেইজে হাজারো দেশী-বিদেশী অতিথির উপস্থিতিতে এই সম্মাননা তুলে দেয়া হয়।

এহসানুল ইসলাম চৌধুরী শামীম বর্তমানে আরামিনতাজের হেড শেফ হিসাবে কর্মরত আছেন। তবে তিনি গত দেড় দশক ধরে নর্দাম্পটন ও আশেপাশের বিভিন্ন রেস্টুরেন্ট ও টেইকওয়েতে শেফ হিসাবে কর্মরত ছিলেন।

 মন্ত্রী ,এমপি ,মেয়র সহ অনেক গন্যমান্য ব্যাক্তি শামীমের হাতের রান্না খেয়ে প্রশংসা করেছেন।শেফ হিসেবে তার খাবারের  স্বাস্থ্য মান এবং একই সাথে বাঙালিয়ানা বজায় রেখে অন্যান্য এথনিক ফিউশন আলাদা একটি খ্যাতি দিয়েছে তাকে।

এহসানুল চৌধুরী শামীম সেরা শেফ অফ দ্যা ইয়ার  বিজয়ী হওয়ার পর বলেন, আমার দেড় দশকের শেফ হিসাবে একটাই প্রাপ্তি, সেটা হলো আমার কাস্টোমাররা খাবার খেয়ে তাৎক্ষনিকভাবে তাদের ভালোবাসার প্রকাশ করেন। প্রসংশার করেন মন থেকে । তবে এই পুরস্কার আলাদা গুরুত্ব বহন করে। শেফ হিসাবে এই প্রাতিষ্ঠানিক স্বীকৃতি আমার কাজের প্রতি দায়িত্ববোধ আরো বাড়িয়ে দিলো।

নিজের খাবারের গুন সম্পর্কে তিনি বলেন, চেষ্টা করি যখন যে রেস্টুরেন্টে কাজ করি সেই এলাকার মানুষের খাবারের চাহিদা সম্পর্কে জেনে নেয়ার। ফুড হেভিট জেনে নিয়ে সেটার সাথে নিজের মেধার সমন্বয় ঘটিয়েই খাবারের পরিবেশন করি। একই সাথে খাবারের শৈল্পিক উপস্থিতিও আমার আলাদা

বৈশিষ্ট্য। কোন আর্টিফিশিয়াল রং বা কিছু ব্যবহার করিনা । যা খাওয়া যায় তাই দিয়েই খাবারের ডেকোরেশন করি।  এটা কাস্টোমার খুব পছন্দ করে।

উল্লেখ ,২০২২ সালে বিসিএ আয়োজিত ব্রিটেনের সেরা শেফ এর পুরুস্কার সহ একাধিক পুরস্কার বিজয়ী সেলিব্রেটি শেফ শামীম এর কাছে রান্না একটি পেসন।

ব্রিটিশ পার্লামেন্টের এমপি ও মন্ত্রীর রুশনারা আলী বলেন,সেলিব্রেটি  শেফ এসানুল ইসলাম চৌধুরীর শামীম সেরা শেফের পুরস্কার পাওয়ায় অভিনন্দন জানাচ্ছি এবং শুভকামনা রইল।

নর্থাম্পটন নর্থ আসনের লেবার পার্টির এমপি লুসি  রিগবি বলেন,আরামিনতাজ রেস্টুরেন্টে হেড শেফ এহসানুল ইসলাম চৌধুরী শামীমের হাতের রান্না খাবার খেয়েছি। খুব ভালো লেগেছে। শামীমের রান্না খুবই মজাদার এবং সুস্বাদু। শামীম এক্সিলেন্ট শেফ।  তার সাফল্য কামনা করি।
সেলিব্রেটি শেফ এহসানুল ইসলাম  চৌধুরী শামীম এশিয়ান কারি এওয়ার্ডে  সেরা শেফের পুরস্কার পাওয়ায়  অভিনন্দন জানিয়েছেন ইন্টারন্যাশনাল শেফ  টমি মিয়া, তিনি বলেন আমি খুবই খুবই খুশি হয়েছি শামীম এশিয়ান কারি এওয়ার্ড পাওয়ায়। শামীম সাংবাদিকতার পাশাপাশি একজন ভালো মানের শেফ ও।শামীমের হাতের রান্নায় জাদু আছে।তার সাফল্য কামনা করি। শিগগিরই সেলিব্রেটি শেফএহসানুল ইসলাম চৌধুরী শামীম  এর হাতের খাবার খেতে নর্থাম্পটন আসবো।

বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন এর (বিসিএ)এর প্রেসিডেন্ট এবং  অনিওনবাজি  বানিয়ে বিশ্ব রেকর্ডধারী সেলিব্রেটি শেফ অলি খান এমবিএ বলেন,সেলিব্রেটি শেফ এহসানুল ইসলাম চৌধুরী শামীম এশিয়ান কারি এওয়ার্ড শেফ অফ দা ইয়ার নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানাচ্ছি। তার হাতের রান্না খেয়েছি। খুবই মজাদার ও সুস্বাদু। শুভকামনা রইল। সে ভবিষ্যতে আরো অনেক বড় কিছু করতে পারবে বলে আমি আশাবাদী।

লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মদ জুবায়ের বলেন,আমাদের লন্ডন বাংলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও সাংবাদিক এহসানুল ইসলাম চৌধুরী শামীম এশিয়ান কারি ওয়ার্ডে  সেরা শেফের পুরস্কার  পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন। শামীম একজন ভালো শেফ ও তিনি একজন ভালো সাংবাদিক ও গার্ডেনার ও। শামীমের  সাফল্য কামনা করি। ইনশাআল্লাহ সে ভবিষ্যতে  আরও বড় কিছু করবে বলে মনে করি।
লন্ডন বাংলা প্রেসক্লাবের সেক্রেটারি ও সাপ্তাহিক দেশ পত্রিকার সম্পাদক তাইসির মাহমুদ বলেন , এহসানুল ইসলাম চৌধুরী শামীম আমাদের লন্ডন বাংলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও সিনিয়র সাংবাদিক।তিনি এশিয়ান কারী এওয়ার্ডে সেরা শেফ এর   পুরস্কার পেয়েছেন তাই লন্ডন বাংলা প্রেসক্লাবের  পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাচ্ছি।

আশা করি এই অ্যাওয়ার্ড তাকে ভবিষ্যতে তার কর্মক্ষেত্রে আর অনুপ্রেরণা যোগাবে। তিনি ভবিষ্যতে আরো বড় কিছু করবেন বলে আমি আশাবাদী। এহসানুল ইসলাম চৌধুরী শামীম তিনি নর্থাম্পটন তথা বৃটেনের সক্রিয়  সাংবাদিক এবং বিভিন্ন সংবাদের মাধ্যমে তিনি নর্থাম্পটন কে তুলে ধরেন যুক্তরাজ্যে। আমি আশা করছি তার সাংবাদিকতার পাশাপাশি তিনি তার আরামিনতাজ রেস্টুরেন্টের হেড শেফ হিসাবে  কাজ করছেন।দুটাই শামীম প্যারালাল ভাবে চালিয়ে যাবেন।তিনি রেস্টুরেন্ট সেক্ট্রে সাংবাদিকতার মাধ্যমে তুলে ধরবেন।তার সাফল্য কামনা করি।

আরামিনতাজ নর্থাম্পটনের মালিক সিরাজ ইসলাম রুফা মিয়া বলেন,শামীমকে নিয়ে আমি প্রাউড ফিল করি।সে একজন সেলিব্রেটি শেফ।তার কাজ আমার খুব ভালো লাগে।সে কাজের প্রতি সিরিয়াস। তার সফলতা কামনা করি।

এশিয়ান  কারি অ্যাওয়ার্ডে সেরা শেফের পুরস্কার  পাওয়ার পর সেলিব্রেটি শেফ এহসানুল ইসলাম চৌধুরী শামীম তার প্রতিক্রিয়ায়   বলেন ,আলহামদুল্লাহ ,আল্লাহর তালার অশেষ মেহের বানিতে আমি এশিয়ান কারি এওয়ার্ড পাওয়ায় আমি খুবই আনন্দিত ও গর্বিত। আমার এওয়ার্ড পাওয়ায় কাজের প্রতি আরো অনুপ্রেরণা যোগাবে বলে আমি মনে করি। আমি সবসময় কোয়ালিটি ও হাইজিং মেইনটেইন করি। কারিএওয়ার্ড পাওয়ায় আমি খুবই আনন্দিত ও গর্বিত। আমার এওয়ার্ড পাওয়ায় আমার কাজের প্রতি আরো অনুপ্রেরণা যোগাবে বলে আমি মনে করি।আমার এ এওয়ার্ড পাওয়ার পিছনে যার সবচেয়ে বেশী অবদান তিনি সিরাজ ইসলাম রুফা মিয়া  ভাই।তার সহযোগীতা না থাকলে আমি এ পরযায়ে আসতে পারতাম না।তাই সিরাজ ভাই ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি রেস্টুরেন্টের সকলের সহযোগীতার জন্য ধন্যবাদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff