পাবেল আহমেদ,শাল্লা
জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে জেলা পর্যায়ে ১ম ও ২য় স্থান অর্জন করেছেন উপজেলার চারজন কৃতি শিক্ষার্থী। তিনজন ঘুঙ্গিয়ারগাঁও সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। জানা যায়, বিষয়ভিত্তিক ইংরেজি কুইজে (ছেলে) ১ম ও সাধারণ জ্ঞানে ৩য় স্থান অধিকার করে ঘুঙ্গিয়ারগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র সৌমিত্র রায় বিশ্বাস পূর্ণ। সে শাহীদ আলী পাবলিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুমন রঞ্জন বিশ্বাসের ছেলে।
বিষয়ভিত্তিক ইংরেজি কুইজে (মেয়ে) ২য় স্থান অধিকার করেন একই বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্রী অনন্যা সরকার। অনন্যা সরকার উপজেলার খল্লী গ্রামের অঞ্চন সরকারের মেয়ে। সাধারণ জ্ঞানে ৩য় স্থান লাভ করেন একই বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী দেবলিনা চক্রবর্তী। সে উপজেলার সুখলাইন গ্রামের লিটন চক্রবর্তীর মেয়ে। এবং ১ম স্থানে কৃতকার্যের তালিকায় রয়েছেন উপজেলার সাউদেরশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী স্বর্ণা চৌধুরীও।
এই পদকে তারা কৃতকার্য হওয়ায় এলাকায় বিভিন্ন মহলের লোকজন শুভেচ্ছা,অভিনন্দন ও দোয়া জানাচ্ছেন। ঘুঙ্গিয়ার গাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরঞ্জিত চৌধুরী বলেন, আমার তিনজন শিক্ষার্থীর এই অর্জনে আমি অত্যান্ত আনন্দিত ও গর্বিত। তিনি বলেন গতকাল সুনামগঞ্জে আমি তাদের সাথেই ছিলাম। জেলা শিল্পকলা একাডেমিতে বিভিন্ন ক্যাটাগরিতে তাদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়েছে।
পূর্ণ বিশ্বাসের ইংরেজি শিক্ষক ও ই-প্ল্যানেটের পরিচালক সীমান্ত তালুকদার সুমন বলেন,আমি সবসময় শাল্লা ও শাল্লার মানুষকে নিয়ে গর্ব করি। তাদেরকে নিয়ে আমি সবসময় গর্ব করতে চাই। তারা জেলা পর্যায়ে স্থান পেয়েছে। এখন বিভাগীয় পর্যায়ে যাবে এটা আমাদের সবার জন্য আনন্দের। তিনি বলেন, শিশুদের মেধা বিকাশে আমাদের সবাইকেই কাজ করতে হবে। তাদের মেধাকে কাজে লাগাতে পারলেই তারা দেশ ও জাতির জন্য ভাল কিছু করবে।
শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার ঘোষ বলেন,তাদের কৃতকার্যে আমি খুবই খুশি। শুধু জেলাতেই নয়,বিভাগ পেরিয়ে তারা জাতীয় পর্যায়েও যাবে তেমনটাই প্রত্যাশা করছি। তিনি তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
Leave a Reply