স্টাফ রিপোর্টার
সিলেটে সাংবাদিক হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি আরেক সাংবাদিক মাই টিভি’র গোয়াইনঘাট প্রতিনিধি ও গোয়াইনঘাট প্রেসক্লাবের সদ্য বহিষ্কৃত সদস্য হুমায়ূন আহমদকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র্যাব।
আজ রোববার (২৩ মার্চ) তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এর আগে শনিবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকার বংশাল থানাধীন ৭৮/৩ সি নাজিমউদ্দিন রোড, চানখাঁরপুল চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, হুমায়ূন আহমদ সিলেটের গোয়াইনঘাট থানার ছৈলাখেল ৮ম খন্ড এলাকার আবদুল কাদিরের ছেলে। তাছাড়া হুমায়ুনের বিরুদ্ধে চাঁদাবাজীসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ১ মার্চ তাকে গোয়াইনঘাট প্রেসক্লাব থেকে বহিষ্কার করে ক্লাব কর্তৃপক্ষ।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃত আসামিকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। গোয়াইনঘাটের এক সাংবাদিকের উপর হামলা ও হত্যাচেষ্টার ঘটনায় তার বিরুদ্ধে মামলা রয়েছে।
প্রসঙ্গত, সোমবার (১৭মার্চ) রাত ১১টার দিকে জাফলং ব্রিজ সংলগ্ন এলাকা মাই টিভি’র গোয়াইনঘাট প্রতিনিধি ও গোয়াইনঘাট প্রেসক্লাবের সদস্য বহিষ্কৃত সদস্য হুমায়ুন ও তার বাহনিীর হাতে হামলার শিকার হন বাংলা টিভির জৈন্তাপুর-গোয়াইনঘাট উপজেলা প্রতিনিধি দুলাল হোসেন রাজু, আনন্দ টিভির সাংবাদিক ইব্রাহিম আলী ও নাগরিক টিভির সাংবাদিক সালমান শাহ ।
Leave a Reply