হুমায়ুন কবির, গোয়াইনঘাট
সিলেটের জনপ্রিয় অনলাইন পোর্টাল একুশে সিলেটে সংবাদ প্রকাশের পর বহিষ্কার হয়েছেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সদস্য ও মাইটিভি’র গোয়াইনঘাট প্রতিনিধি হুমায়ুন আহমদ।
১ মার্চ গোয়াইনঘাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এই তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে রিয়াজুল ইসলাম জানান- চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগে গোয়াইনঘাট প্রেসক্লাবের সদস্য হুমায়ুন আহমেদকে ২২ ফেব্রুয়ারি প্রেসক্লাব কর্তৃক কারণ দর্শানোর জন্য নোটিশ প্রদান করিলে ২৪ ফেব্রুয়ারি প্রেসক্লাবের সভাপতি-সম্পাদক বরাবর হুমায়ুন আহমেদ যে লিখিত কারণ দর্শায় তা সন্তুসজনক না হওয়ায় গোয়াইনঘাট প্রেসক্লাবের শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে গোয়াইনঘাট প্রেসক্লাবের সদস্য হুমায়ুন আহমেদকে প্রেসক্লাব থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত সদস্যের অপকর্মের দায়-দায়িত্ব প্রেসক্লাব নিবেনা। গোয়াইনঘাট প্রেসক্লাবের সকল পর্যায়ের সদস্যগণ তার সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে। গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি মো. মঞ্জুর আহমদ ও সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন ইতোমধ্যে সিদ্ধান্ত কার্যকর করেছেন।
এর আগে ১৮ ফেব্রুয়ারি অনলাইন পোর্টাল একুশে সিলেটে ❝গোয়াইনঘাটে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের ‘নাতি’ হুমায়ুন এখনো প্রকাশ্যে!❞ শীর্ষক একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে হুমায়ুন আহমদের চাঁদাবাজি, চোরাচালান ও পতিত আওয়ামী লীগের সংশ্লিষ্টতা উঠে আসে।
Leave a Reply