সর্বশেষ :
ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ/ (ডিইএব) এর ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন বীর মুক্তিযোদ্ধা হারিস চৌধুরীর নামফলক ভাঙচুর, পুন:নির্মাণের উদ্যোগ প্রশাসনের সুবিধাবঞ্চিত ৭০ জন মানুষকে ঈদ উপহার দিলো শাবির সঞ্চালন শাবিপ্রবিতে আইকিউএসির উদ্যোগে ওবিই কারিকুলামের উপর কর্মশালা অনুষ্ঠিত শহীদ ওয়াসিমের হত্যাকারী নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তাজওয়ার আহতদের তালিকায়! জৈন্তাপুরে শিলাবৃষ্টিতে ঘরের টিন ফুটোসহ ফসলের ব্যাপক ক্ষতি খরাদিপাড়া আনন্দ সংসদ ইফতার ও দোয়া মাহফিল সম্পুর্ণ জামালগঞ্জে গভীর রাতে ডাকাত দলের হানা জামালগঞ্জে আগুনে পুড়ে যাওয়া ব্যাসায়ীর পাশে দাঁড়ালেন মাহবুব সরকারি প্রতিষ্ঠানে শূন্যপদে দ্রুত জনবল নিয়োগের নির্দেশ প্রধান উপদেষ্টার
খাদিমনগরে রাবার বাগানে নিয়ে ধর্ষণ, আটক ২

খাদিমনগরে রাবার বাগানে নিয়ে ধর্ষণ, আটক ২

স্টাফ রিপোর্টার
সিলেটে মানসিক ভারসাম্যহীন এক নারীকে রাবার বাগানে নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠেছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। বুধবার আটক দুইজনকে কারাগারে প্রেরণ করা হয়েছে। অসুস্থ অবস্থায় ওই নারীকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। মঙ্গলবার সিলেট শহরতলীর খাদিমনগর ইউনিয়নের ছড়াগাঙ রাবার বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলো- সিলেট মহানগরীর শাহপরাণ থানাধীন দলইপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে রাকিব মিয়া ও একই থানার মোকামেরগুল পীরেরবাজার এলাকার হাসেম মিয়ার ছেলে আবদুর রহিম।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মানসিক ভারসাম্যহীন ওই নারীকে মঙ্গলবার দুপুরে ছড়ারগাঙ এলাকার রাবার বাগানে নিয়ে কয়েকজন ধর্ষণ করে। এসময় বাগানে কাজ করতে আসা শ্রমিকরা অসুস্থ অবস্থায় ওই নারীকে দেখতে পেয়ে স্থানীয় লোকজনকে জানায়। পরে এলাকার লোকজন পুলিশকে অবগত করে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুইজন ধর্ষণের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff