ঢাকার বিমানবন্দরে আগুন : সিলেটে আরও দুইটি ফ্লাইটের জরুরী অবতরণ

ঢাকার বিমানবন্দরে আগুন : সিলেটে আরও দুইটি ফ্লাইটের জরুরী অবতরণ

একুশে সিলেট ডেস্ক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন লাগার ঘটনায় সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আরও দুইটি বিমান জরুরী অবতরণ করেছে।

শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৬ টা ৫ মিনিটে সিঙ্গাপুর থেকে আসা একটি ফ্লাইট ও সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটের দিকে মালদ্বীপ থেকে আসা আরেকটি ফ্লাইট সিলেটে জরুরি অবতরণ করে।

বিষয়টি নিশ্চিত করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরের পরিচালক মো. হাফিজ আহমেদ বলেন, ঢাকা বিমানবন্দরে আগুন লাগার ঘটনায় আরও দুইটি বিমান সিলেটে অবতরণ করেছে, একটি সিঙ্গাপুর থেকে এসেছে আরকেটি মালদ্বীপের মালে শহর থেকে এসেছে। এছাড়াও বিকেল সাড়ে ৩ টার দিকে সৌদি থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট অবতরণ করে। যদি সিলেটে আরও ফ্লাইট অবতরন করে তাহলে সঠিক ব্যবস্থাপনা তা সম্পন্ন করতে আমাদের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে।

তিনি আরও বলেন, বিকেলে ফ্লাইটে সৌদি থেকে আসা যাত্রীরা এখনো বিমানের ভেতর অবস্থান করছেন তবে, সিলেটের ১২ জন যাত্রী যার যার গন্তব্যে চলে গেছেন। এছাড়াও সিলেট থেকে ৩টি আভ্যন্তরীণ ফ্লাইট বিলম্বে ছেড়ে গিয়েছেও বলে জানান তিনি।

এর আগে শনিবার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় আগুন লাগে। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে আনা চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগুনের ফলে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে সাময়িকভাবে বিমানবন্দর কার্যক্রম ব্যাহত হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff