দোয়ারাবাজার প্রতিনিধি
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের একটি গ্রামে সৎ বাবার বিরুদ্ধে ১৩ বছরের শারীরিক প্রতিবন্ধী শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত জয়নুলকে (৪০) গ্রেফতার করেছে।
অভিযুক্ত জয়নুল (৪০) ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের বড়-কেজাউরা গ্রামের আব্দুস সুবহানের ছেলে।
জানা যায়, মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে ভুক্তভোগী কিশোরীর মা তার শারীরিকভ প্রতিবন্ধী মেয়েকে ঘরে রেখে বাজারে গিয়েছিলেন। বাসায় ফিরে মেয়েকে কান্না করতে দেখে কারণ জানতে চাইলে, মেয়ে সৎ বাবা তাঁর শরীরে হাত দিয়েছে বলে জানায়। এরপর অভিযুক্ত জয়নুলকে জিজ্ঞাসা করলে তিনি বিষয়টি স্বীকার করেন।পরে স্থানীয়রা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন এবং অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেন। এ ব্যাপারে মেয়ের মা বাদি হয়ে দোয়ারাবাজার থানায় একটি মামলা দায়ের করেছেন।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল বললেন, আমরা খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে আসামিকে আটক করে থানায় নিয়ে আসি। পরে ভুক্তভোগী কিশোরীর মা লিখিত অভিযোগ দায়ের করেন। আসামিকে আদালতে সোপর্দ করা হবে।
Leave a Reply