বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক

বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক

একুশে সিলেট ডেস্ক

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রামে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বেদ প্রকাশ নামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর একজন সদস্যকে আটক করছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২১ডিসেম্বর) ভোরে উপজেলার দহগ্রাম ইউনিয়নের আঙ্গোপোতা ডাংগারপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিজিবি ও এলাকাবাসী জানান, ভারত ও বাংলাদেশে যৌথ একটি গরু পারাপারকারী দল দহগ্রাম আঙ্গোরপোতা ডাংগারপাড়া সীমান্তের ১/৭ নং পিলার এলাকায় জড়ো হয়। তাদের দেখে বিএসএফ ১৪৭ ব্যাটালিয়নের অর্জুনবাড়ি ক্যাম্পের সদস্যরা তাড়া করে। এ সময় ঘনকুয়াশার কারণে দেখতে না পেয়ে পথ ভুল করে বাংলাদেশের ১০০ গজ অভ্যন্তরে একটি বাড়িতে প্রবেশ করে বিএসএফ সদস্য বেদ প্রকাশ। খবর পেয়ে বিজিবি আঙ্গোরপোতা ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে তার অস্ত্র ও গোলাবারুদ নিজ হেফাজতে নেয়।

এ ঘটনায় বিএসএফ এর ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বলে এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানায় বিজিবি ৫১ ব্যাটালিয়নের আঙ্গোরপোতা বিওপি ক্যাম্প।

দহগ্রামের বাসিন্দা রেজানুর রহমান রেজা বলেন, ‘দহগ্রাম ভারত বেষ্টিত হওয়ার কারণে বিএসএফ বরাবরে উস্কানীমূলক কর্মকান্ড করে থাকে। এর আগে ২০১৪ সালের নতুন চুক্তির দোহাই দিয়ে নোম্যান্সল্যান্ডে কাটাতারের বেড়া দিয়ে উস্কানিমূলকভাবে সেই বেড়ায় বড় বড় মদের বোতল ঝুলিয়ে রেখেছিল।’

বিজিবি ৫১ ব্যাটালিয়নের আঙ্গরপোতা ক্যাম্প সুবেদারআইয়ুব আলী ও সেক্টর কমান্ডার লে. কর্নেল সেলিম আল দীন বলেন, ‘বিএসএফের উচ্চ পদস্থদের সঙ্গে যোগাযোগ চলছে, বিস্তারিত আপনাদেরকে পরে জানানো হবে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff