সর্বশেষ :
গোয়াইনঘাটে এক মামলায় ৩ কোটি টাকার বিছনাকান্দির পাথর ‘হজম’ জাফলংয়ে টাস্কফোর্সের অভিযান, ৩ জনের কারাদণ্ড পাথর লুটে নাম: ‘হলুদ মিডিয়ার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর’ আহ্বান যুবদল নেতা মকসুদের দোয়ারাবাজার সীমান্তে ভারতীয় মোটরসাইকেল আটক আর একটি পাথরও যদি সরানো হয়, জীবন ঝালাপালা করে দেব:  ডিসি ‘পুরুষ ভালোবাসি, পুরুষতান্ত্রিক সমাজ ঘৃণা করি’ পাথর লুট নিয়ে দুদকের প্রতিবেদন : জামায়াত বলছে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’, এনসিপি বলছে ‘উদ্দেশ্যমূলক’ নবীগঞ্জে সিএনজি গ্যাস পাম্পে ফিটনেসবিহীন বাস থেকে ভয়াবহ অগ্নিকান্ডের সুত্রপাত ‘বিশ্বের সবচেয়ে দয়ালু বিচারক’ ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও আর নেই অস্ট্রেলিয়ায় বাংলাদেশের তৃতীয় হার
পাথর লুটে নাম: ‘হলুদ মিডিয়ার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর’ আহ্বান যুবদল নেতা মকসুদের

পাথর লুটে নাম: ‘হলুদ মিডিয়ার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর’ আহ্বান যুবদল নেতা মকসুদের

স্টাফ রিপোর্টার
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর লুটের সাথে মহানগর বিএনপির দুই শীর্ষ নেতার নাম আসায় ফেসবুকে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ। এ জন্য গণমাধ্যমেও দোষারূপ করেছেন মকসুদ।

বুধবার ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে ক্ষোভ প্রকাশ করে মকসুদ ‘তথাকথিত এসব হলুদ মিডিয়ার বিরুদে সবাই রুখে দাঁড়ানোর’ আহ্বান জানান।

সাদাপাথর লুট নিয়ে তদন্ত শেষে সম্প্রতি প্রতিবেদন জমা দিয়েছে দুদক। ওই প্রতিবেদনে ৫৩ ব্যিাক্ত ও প্রতিষ্ঠান লুটপাটে জড়িত বলে উল্লেখ করা হয়। এ তালিকায় সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর নাম রয়েছে। যদিও বুধবার সংবাদ সম্মেলন করে লুটেরাদের তালিকায় নাম থাকাকে উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছেন।

এছাড়া কোম্পানীগঞ্জের ধলাই নদের বালু লুটের সাথে যুবদল নেতা মকসুদ আহমদ জড়িত বলে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

এসব বিষয় নিয়ে বুধবার মকসুদ আহমদ ফেসবেকে লিখেন- ‘সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ থেকে সাদাপাথর চুরির সঙ্গে জড়িত স্থানীয় ৪২ জনের সাথে ষড়যন্ত্রমূলক ভাবে মহানগর বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি কয়েস লোদী ও সাধারন সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী নাম যুক্ত করায় আমার ব্যক্তিগত পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

তিনি আরও লিখেন- ‘প্রাথমিক অবস্থায় মিথ্যা ষড়যন্ত্রমূলকভাবে আমার নাম যুক্ত করলেও দলের সবাই নীরব থাকলেও আমি সবাইকে আহবান করছি দলের বিরুদ্ধেে মিথ্যা ষড়যন্ত্রমূলক বিতর্কিত বিষয়ে সবাই ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করার আহবান জানাই, মত প্রকাশে ভিন্নতা থাকলেও দলের যে কোন নেতার বিরুদ্ধে ষড়যন্ত্র ব্যাপারে সবার প্রতিবাদ জানানো উচিত, তথাকথিত এসব হলুদ মিডিয়ার বিরুদে সবাই রুখে দাঁড়ান।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff