সুনামগঞ্জ প্রতিনিধি:
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিএনপির বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ আগস্ট) দুপুরে জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড থেকে হাজারও নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে এসে মিলিত হয়।
শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিজয় মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে হোসেন বখত চত্ত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমদ মিলনের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য অ্যাড. নুরুল ইসলাম নুরুল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাড. আব্দুল হক।
সভাপতির বক্তব্যে জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে আমরা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনব। আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করে বিজয় অর্জন করব।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুর রহমান মিজান বলেন, অনেক রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিস্ট হাসিনা মুক্ত একটি বাংলাদেশ পেয়েছি। জুলাই গণ-অভ্যুত্থানে যাঁরা রক্ত দিয়েছেন, যাঁরা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন তাদের রক্ত বৃথা যেতে দেবনা। তাদের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়িত না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন সংগ্রাম করে তাদের স্বপ্ন বাস্তবায়ন করব।
এ সময় জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্যবৃন্দ এবং জেলা ও উপজেলার সকল ইউনিয়নের অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারও নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply