সর্বশেষ :
বলি ইন্ডাস্ট্রিতে প্রবেশের পর যে বিড়ম্বনায় পড়েছিলেন বিদ্যা বালান ১৮ তলা থেকে পড়ে বেঁচে গেল তিন বছরের শিশু তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক: তারেক রহমান ‘আ. লীগ ক্ষমতায় এলে দেইখ্যা নেব’, ছাতক থানার ওসিকে হুমকি সিলেটের কুমারগাঁও গ্রিডের পাওয়ার স্টেশন ১৯ দিন ধরে বন্ধ, কবে চালু হবে? জৈন্তাপুরে অগ্নি নিরাপত্তা নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা জকিগঞ্জে নির্বাচনের সাড়ে ৩ বছর পর ইউপি চেয়ারম্যানের শপথ নিলেন বিএনপি নেতা হাসান কুলাউড়ায় অজ্ঞাত কিশোরের লাশ উদ্ধার কুলাউড়ায় ডিবির অভিযানে ইয়াবা সহ আটক-৩ জনগণের টাকা লুট করে অনেকে কানাডা-লন্ডনে বাড়ি করেছেন : ডা. জাহিদ হোসেন
ইলিয়াস আলী নিখোঁজের পর থেকেই বেকায়দায় ওসমানীনগর বিএনপি

ইলিয়াস আলী নিখোঁজের পর থেকেই বেকায়দায় ওসমানীনগর বিএনপি

উজ্জ্বল দাশ, ওসমানীনগর
জুলাই-আগস্টের অভ্যুত্থানে একটি মামলা থেকে আওয়ামী লীগ নেতাদের নাম বাদ দিতে সিলেটের দক্ষিণ সুরমা থানায় ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষর ও সিল ব্যবহার করে চিঠি প্রেরণ কে ঘিরে সিলেটের ওসমানীনগর বিএনপির রাজনীতিতে শুরু হয়েছে তুমুল বিতর্ক। বিএনপি রাজনীতির সুদিনে এমন পরিস্থিতি এখন সর্বত্র আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

উপজেলা বিএনপি নেতারা বলছেন , ইলিয়াস আলীর সাজানো বাগানকে বিনষ্ট করতে একটি মহল বিভিন্ন মাধ্যমে আপত্তিকর অপপ্রচার চালাচ্ছে।

বিএনপি নেতাদের অভিযোগ, দলের ভাবমূর্তি নষ্ট করতে বহিষ্কৃতরা অপপ্রচারে তৎপর হয়ে উঠেছে। দক্ষিণ সুরমা থানায় দায়ের করা একটি মামলা থেকে কিছু আসামিকে অব্যাহতি দেওয়ার জন্য ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের সিল-স্বাক্ষর ব্যবহার করে একটি সুপারিশপত্র থানায় দেয় কে বা কারা। বিষয়টি প্রকাশ পাওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সমালোচিত হচ্ছে।

দলের সভাপতি ও সাধারণ সম্পাদক জানিয়েছেন, পত্রটি তারা দেননি। কে বা কারা তাদের সিল-স্বাক্ষর জাল করে এটি দিয়েছে। তাদের অভিযোগের তীর বহিষ্কৃতদের দিকে। গত কয়েক দিন ধরে বিএনপির রাজনীতিতে একটি ইস্যু হয়ে দাঁড়িয়েছে এই বিষয়টি। অবশ্য সুপারিশপত্রের বিষয়টি প্রকাশ্যে আসার পর দক্ষিণ সুরমা থানা পুলিশকে জাল-জালিয়াতির মাধ্যমে পত্র দেওয়া হয়েছে মর্মে লিখিতভাবে অবগত করেছেন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক। সংবাদ মাধ্যমে প্রকাশ পাওয়ায় ইতিপূর্বে দুই থানার সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন করেও বিষয়টি জানিয়েছেন বিএনপি নেতারা। সেই সঙ্গে এ ব্যাপারে ওসমানীনগর থানায় একটি সাধারণ ডায়েরিও করেছেন তারা।

জানা যায়, ২০১২ সালে ইলিয়াস আলী নিখোঁজের পর থেকেই বেকায়দায় পড়েন ওসমানীনগর বিএনপির নেতাকর্মীরা। রাজনৈতিক বিভিন্ন মামলায় জর্জরিত হয়ে নিষ্ক্রিয় হয়ে পড়ে বিএনপির রাজনীতি। পরে ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনার নেতৃত্বে তারা দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। রাজনীতির এমন সুদিনে এসে অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে রূপ নেওয়াকে ভালো চোখে দেখছেন না অনেকেই।

ইলিয়াস আলীর হাত ধরে এখানে বিএনপি রাজনীতির উত্থান হয়। ইলিয়াস আলী নিখোঁজের পর থেকে স্বামীর সাজানো রাজনীতির মাঠ ধরে রাখতে মাঠে নামেন তাহসিনা রুশদীর লুনা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসন থেকে প্রার্থীও হয়েছিলেন তিনি। নির্বাচনে দৃশ্যমান পরিস্থিতি তাঁর জয়ের সম্ভাবনাও ছিল। শেষ পর্যন্ত আইনি মারপ্যাঁচে তাঁর মনোনয়ন বাতিল করা হয়।

ওসমানীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রকিব আলী বলেন, সিলেট তথা এ জনপদের সিংহ পুরুষ খ্যাত সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পর থেকে ইলিয়াস পত্নী লুনা বিএনপি তথা তার অঙ্গ সংগঠনকে শক্ত হাতে সামাল দিচ্ছেন। বিএনপির কিছু বহিস্কৃত ব্যাক্তি বিনপির ভাবমূর্তি ক্ষুন্ন করতে এমটা করেছে বলে আমার ধারণা। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি পাশাপাশি এদের বিরুদ্ধে আমরা সোচ্চার রয়েছি।

ওসমানীনগর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ বলেন, দলের দুর্দিনে ছিলেন। এখনও আছেন। অপপ্রচারকারীরা বিএনপির নাম ব্যবহার করে নেতাকর্মীদের বিভ্রান্ত করছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff