শাল্লা প্রতিনিধি
নেলসন ম্যান্ডেলা ২০২৫ পুরষ্কার পেল সামাজিক ও শিক্ষামূলক সংগঠন আব্দুল্লাহ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নিউ জেনারেশন ফোরাম বাংলাদেশের আয়োজনে ২৬শে জুলাই ঢাকাস্থ বাংলামোটরে অবস্থিত বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠানটি পালন করা হয়েছে। বর্নাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে জনপ্রিয় নাট্যভিনেতা খলিলুর রহমান কাদেরী পুরস্কারটি ফাউন্ডেশনের নির্বাহী সদস্য পাহেল মিয়ার হাতে তুলে দেন। সংগঠনের এই প্রাপ্তিতে সংগঠনের সকল সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ও আনন্দ দেখা দিয়েছে।
প্রত্যন্ত ও গ্রামীণ অঞ্চলে শিক্ষা ও সমাজ সেবায় দীর্ঘ দিনের কাজের স্বীকৃতি স্বরুপ নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৫ অর্জন করেছে আব্দুল্লাহ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। বিশ্ববরেণ্য নেলসন ম্যান্ডেলার জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিবছরই এই পুরস্কার প্রদান করা হয়।
স্বর্নপদকপ্রাপ্ত কবি ও সাহিত্যিক পুষ্পেন রায়ের সভাপতিত্বে ও ফারজানা মৃদুলার সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনপ্রিয় নাট্যভিনেতা খলিলুর রহমান কাদেরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ঐশীর সাহিত্য সম্পাদক ড. এসএম শাহনুর, বাংলাদেশ নিউ জেনারেশন ফোরামের চেয়ারম্যান আমজাদ হোসেন, ও রাকিব আলী প্রমুখ।
ফাউন্ডেশনের চেয়ারম্যান গোলাব হাসান হেলেন পুরস্কার প্রাপ্তিতে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আমাদের চলমান কাজের গতি বাড়াতে অনুপ্রাণিত করবে এই পুরস্কার। সমাজে অবহেলিতের পাশে আমাদের সংগঠনটি দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে সমাজে পিছিয়ে পরা মানুষেরা যাতে কোন কোন ধরনের সুযোগ-সুবিধা ও সহযোগী থেকে বঞ্চিত না হয় সে ব্যাপারে গুরুত্বের সাথে আমরা কাজ করে যাচ্ছি।
Leave a Reply