বৈষম্যহীন বাংলাদেশ গড়াতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে: জেলা প্রশাসক

বৈষম্যহীন বাংলাদেশ গড়াতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে: জেলা প্রশাসক

একুশে সিলেট ডেস্ক
জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শপথ পাঠ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে। শনিবার নগরীর জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন, জুলাই গণঅভ্যুত্থান একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি করেছে এবং এই সুযোগকে কাজে লাগাতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
দিনব্যাপী এই আয়োজনের শুরুতে জুলাই-২৪ এর গণঅভ্যুত্থানে নিহত এবং ঢাকার উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

পরে, ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশিদ ভার্চুয়ালি সারা দেশে লাখো কন্ঠে সমাজ গঠনের শপথ পাঠ করান। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে সিলেট থেকেও অতিথি, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অনলাইনে যুক্ত হন।

জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ তাঁর বক্তব্যে আরও বলেন, অন্যায়ের বিরুদ্ধে নিজ নিজ অবস্থান থেকে আমাদের প্রতিবাদ করতে হবে। জুলাই-২৪ এর চেতনায় সম্মিলিত প্রচেষ্টায় একটি স্বাধীন বাংলাদেশ গড়া সম্ভব।

তিনি জুলাই অভ্যুত্থানকে বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার একটি মাইলফলক হিসেবে উল্লেখ করেন।

সিলেট জেলা সমাজসেবা দপ্তরের উপ-পরিচালক মো. আব্দুর রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় সমাজসেবা দপ্তরের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম, সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. স্বপ্নীল, অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল বেনজীর, সিলেট মহিলা বিষয়ক দপ্তরের উপ-পরিচালক শাহিনা আক্তার এবং সিলেট জেলা শিশু একাডেমীর শিশু বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান ভূঁইয়া।

অনুষ্ঠানে শাবিপ্রবির সমন্বয়ক জুলাইকন্যা তানজিনা বেগমও বক্তব্য রাখেন।

পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয় এবং সবশেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি ঘটে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff