দোয়ারাবাজার প্রতিনিধি
সুনামগঞ্জের দোয়ারাবাজারে চাঁদাবাজি করতে গিয়ে ফয়সাল আলম জীবন নামে এক ব্যক্তিকে ধরে পুলিশে তুলে দেন স্থানীয়রা। আটক জীবন উপজেলার বোগলাবাজার ইউনিয়নের বোগলাবাজারের মৃত সামছুল আলমের ছেলে।
এ ঘটনায় বৃহস্পতিবার (২৪ জুলাই) একই গ্রামের মৃত আমজাদ আলী মাস্টারের ছেলে ফখর উদ্দিন বাদী হয়ে আটক ফয়সাল আলম জীবনকে প্রধান আসামি করে দু’জনের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, বুধবার (২৩ জুলাই) সন্ধ্যারাতে ধৃত ফয়সাল আলম জীবন একই গ্রামের প্রাবাসী ফখর উদ্দিনের বাড়িতে গিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। এ সময় তাকে আটক করে পুলিশে খবর দেন স্থানীয়রা।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, চাঁদাবাজির ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। এজাহারভূক্ত প্রধান আসামি ফয়সাল আলম জীবনকে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply